⭐ বাপাউবো ভাইভা প্রস্তুতিঃ

লিখিত অংশে পাশ করার পর আসে মৌখিক পরীক্ষা। ভাইভা বোর্ডে মেধা যাচাইয়ের চেয়ে মানসিক ভাবে আপনি কতটুকু আত্মবিশ্বাসী,অফিশিয়াল যোগ্য সেটাই বেশি যাচাই করা হয়। তাই বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দিয়ে মোকাবেলা করবেন। লিখিত পাশ করার পরেই ভাইভা/মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় পাবেন। যদিও পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় সিংহ ভাগ নম্বরই থাকে লিখিত পরীক্ষায়। ভাইভাতে ২০-৩০ % নম্বর থাকে এবং মূলত লিখিত পরীক্ষার উপরই জব হওয়াটা অনেকাংশে নির্ভর করে। কিন্তু তারপরেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেনো মৌখিক পরীক্ষায় ভালো ইম্প্রেশন থাকে এবং ভালো করা যায়। তাহলে জব পাওয়াটা আরো সহজ হয়ে যায়।

লিখিত পরীক্ষার ফলাফল দয়ার পর মৌখিক পরীক্ষার জন্য যেসব ডকুমেন্টস গুলো প্রস্তুত করতে বলা হয় , সেগুলো রেডি করে ফেলতে হবে এবং তারপর রিলাক্স ভাবে ভাইভার জন্য প্রিপারেশন নিতে হবে। মাথায় কোন টেনশন রাখা যাবেনা।

.

ভাইভার ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে,কি কি পড়তে হবে এসব থাকছে এই অংশে …………..

.

বাপাউবো ভাইভা প্রস্তুতিঃ (নন-ডিপার্টমেন্টাল)

নিজের পরিচয়ঃ
ভাইভার শুরুতেই নিজের পরিচয়,নাম ইত্যাদি নিয়ে প্রশ্ন করতে পারে। যদি এধরনের প্রশ্ন করে সেটা নিজের জন্য ভালো কারন আপনি আগে থেকেই এই ব্যাপার গুলো ভালো করে গুছিয়ে নিতে পারবেন।


.
⭐ চাকরির ভাইভায় যদি আপনার সম্পর্কে জানতে চায়, তাহলে আপনার পরিচয়ের পাশাপাশি , আপনার সম্পর্কেও বলে হবে। এ প্রশ্নের জন্য আপনি কত দিন ধরে পড়েছেন অর্থাৎ শেষ অর্জিত ডিগ্রি পর্যন্ত নিয়ে বলাই ভালো। আর যদি সাম্প্রতিক কোনো কাজের অভিজ্ঞতা থাকে (বর্তমান চাকরি) তা–ও বলতে হবে। আর কেন আপনি এ চাকরি বা পেশাকে বেছে নিতে চান এবং কাজটি কেমন, তারও দু–চার কথা বলা ভালো। আর যে চাকরির জন্য ভাইভা দিচ্ছেন, ওই চাকরিসংক্রান্ত কোনো অর্জন বা অর্জিত জ্ঞান, আপনার কোনো আলাদা যোগ্যতা থাকলে তা–ও বলতে পারেন। তবে সম্পূর্ণ বিষয়টি বলতে হবে সংক্ষিপ্তভাবে। এজন্য নিজের সম্পর্কে কি বলবেন তা ভাইভার আগে গুছিয়ে নিন বাংলা এবং English এ।

.

⭐ নিজের নামের অর্থ , ইতিহাস এবং এই নামের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে ভালোভাবে জেনে যেতে হবে। এবং এমন ভাবে উত্তর দিবেন যেন আপনার উত্তর থেকে কোন নতুন প্রশ্ন করলে সেটা আপনি উত্তর করতে পারেন।

.

নিজ জেলাঃ
নিজের জেলা সম্পর্কে বিস্তারিত পড়তে হবে।

⭐ জেলার নামকরন,ইতিহাস,বিভিন্ন বিখ্যাত ব্যাক্তি,জেলার রাজনৈতিক ব্যাক্তি, কবি সাহিত্যিকের নাম এবং তাদের বিভিন্ন রচনা,লেখা ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

⭐ জেলার মুক্তিযুদ্ধ ইতিহাস, মুক্তিযুদ্ধে শহীদ কয়েকজনের নাম, জেলায় ১৯৭১ সালে কোন যুদ্ধ হয়ে থাকলে সে সম্পর্কে ধারনা থাকতে হবে

⭐ আপনার এলাকার সংসদ সদস্য/মন্ত্রীর নাম 

⭐ নিজ জেলায় বিভিন্ন নদী,নদীর নামকরন, কেন সেই নদী বিখ্যাত ইত্যাদি দেখতে হবে অর্থাৎ নদীগুলো যেহেতু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাজের সাথে জড়িত তাই এগুলো সম্পর্কে পরিষ্কার ধারনা রাখতে হবে

⭐ নিজ জেলায় পানি উন্নয়ন বোর্ডের অফিস, পানি উন্নয়ন বোর্ডের মেজর কোন প্রকল্প যেমনঃ স্লুইচ গেট এছাড়াও বিভিন্ন চলমান প্রকল্প সম্পর্কে জেনে যেতে পারলে ভালো।

.

মোট কথা আপনার জেলা সম্পর্কে আপনার পরিষ্কার ধারনা থাকতে হবে। জেলার পাশাপাশি উপজেলা,গ্রাম সম্পর্কে ধারনা রাখতে হবে। বাংলাদেশ তথ্য বাতায়ন ওয়েবসাইটেরঃ জেলা তথ্য বাতায়ন,উপজেলা-ও-ইউনিয়ন-তথ্য-বাতায়ন অংশে জেলা/উপজেলা সম্পর্কে বিস্তারিত পাবেন।

.


⭐ ⭐ বাংলাদেশ বিষয়াবলীঃ

আপনি যেহুতু একজন বাংলাদেশের নাগরিক তাই আপনাকে দেশ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা রাখতে হবে। যেমন, দেশের ভৌগােলিক অবস্থান, আয়তন, মোট জনসংখ্যা ইত্যাদি। এ অংশে সবচেয়ে হট-টপিক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পূর্ববর্তী পটভূমি গুলো থেকেই প্রশ্ন করা হতে পারে। ১৯৪৭ এর দেশ-ভাগ, ১৯৫২ এর ভাষা আন্দোলন,৫৪ এর নির্বাচন,৭০ এর নির্বাচন, ৭১ সালের মুক্তিযুদ্ধ সহ ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাস ভালো করে জানতে হবে।

⭐ ভাষা আন্দোলন
⭐ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি
⭐ বাংলাদেশের মুক্তিযুদ্ধ
⭐ ১৯৭৫ এর ইতিহাস
⭐ যুদ্ধাপরাধী ও তাদের বিচার
⭐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে
⭐ ভৌগােলিক অবস্থান
⭐ নদ-নদী
⭐ সাম্প্রতিক ঘটনা
⭐ বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি

.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ
বঙ্গবন্ধুর সাথে পানি উন্নয়ন বোর্ডের অম্লান স্মৃতি জড়িয়ে আছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু পানি উন্নয়ন বোর্ডকে প্রেসিডেনশ্যাল অর্ডার দিয়ে সায়ত্ত্বশাসন প্রদান করেন। তাই জাতির পিতার সম্বন্ধে ভালো করে জেনে যাবেন।

.

⭐ ⭐ কেন আপনার পছন্দ এ চাকরিঃ

যখন যে কোন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার ভাইভা দিতে যাবেন ,সেই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনে যেতে হবে। সেই প্রতিষ্ঠানটির ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য , প্রতিষ্ঠানের কাজের পরিধি সহ বিস্তারিত জানতে হবে। যেকোন প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাবেন, নিজের সম্পর্কে সেরা ও সঠিক তথ্যই সেখানে (ওয়েবসাইটে) থাকার কথা। এছাড়া রেন্ডম গুগল সার্চ করে / উইকিপিডিয়াতে ও তথ্য পাবেন।

.

⭐ ⭐ সাম্প্রতিক তথ্যঃ
যে দিন ভাইভা দেবেন তার কয়েকদিনের মধ্যে আলোচিত খবর,ঘটনা সম্পর্কে জেনে যেতে পারলে ভালো। এছাড়া যে দিন ভাইভা সে দিনের বাংলা তারিখ, সেই দিনের ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা, সেই দিনের পত্রিকার আলোচিত ঘটনা ইত্যাদি দেখতে হবে।

.

বাপাউবো কম্পিউটার দক্ষতা যাচাইঃ

ভাইভাতে কম্পিউটার লিটারেসি সনদ চেয়ে থাকে। এই কম্পিউটার ট্রেইনিং এর সার্টিফিকেট দুইরকম জমা দিতে পারবেন, যদি আপনি কোন ইন্সটিটিউশন এ কম্পিউটার স্কিলের উপর কোন কোর্স করে থাকেন তার সার্টিফিকেট , কিংবা আপনার ইউনিভার্সিটিতে কম্পিউটার নিয়ে যে কোর্স ছিলো তার উপর ভিত্তি করে আপনার ডিপার্টমেন্ট এর হেড থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন।

কম্পিউটার স্কিল যাচাই এর জন্য ছোট একটা টেস্ট নেওয়া হয় ভাইভাতে। একটি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ করতে দেওয়া হয় যা টাইপ করতে হয়। যার মাধ্যমে আপনার টাইপিং স্কিল, কি-বোর্ড ব্যাবহারের স্কিল দেখা হয় এবং সেই সাথে যথাযথ অনুবাদ করতে পারছেন কিনা তাও দেখা হয়।

.

বাপাউবো ভাইভা প্রস্তুতিঃ (ডিপার্টমেন্টাল)

যেহেতু টেকনিক্যাল জবের ভাইভা দিবেন তাই টেকনিক্যাল অংশের জন্য ভালো ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে মূলত লিখিত অংশের প্রস্তুতি নেওয়ার সময় যেসব জিনিস গুলো পড়েছেন সেখান থেকে ছোট-খাটো নোট, ফর্মুলা, ওয়াটার সম্পর্কিত বিভিন্ন ছোট-খাটো প্রশ্ন, RCC,Foundation অংশের বিভিন্ন কোড, বিএনবসি-২০২০ এর চুম্বকাংশ ইত্যাদি দেখতে হবে।

.

⭐ Structure & RCC:
SFD,BMD, Influence Line, Deflection, Various codes of RCC design, Beam-Column-Slab Reinforcement detailing, Various softwares used in design.

⭐ Geotech & Foundation:
Important term,short notes, formula, various codes in used in Foundation design etc

⭐ Transportation:
Important term,short notes, formula etc

⭐ Environment:
Water Parameter,BOD,COD & various important short notes

⭐ Water:
In details, various short note, formula, facts etc

⭐ Materials and Construction
Material Properties (Cement,Brick,Sand,Reinforcement etc), Details of construction like Beam,Column, Sab etc

.

নিচের লিংক থেকে বিগত বছরের রিয়েল ভাইভার নমুনা গুলো দেখেন এবং সল্ভ করেন তাহলে বিস্তর ধারনা পাবেন।


.

লেখাঃ
মোঃ তৌহিদুল ইসলাম
উপজেলা সহকারী প্রকৌশলী
এল.জি.ই.ডি

.

সহকারী প্রকৌশলী (সিভিল) জব প্রিপারেশন কোর্স
সঠিক গাইডলাইন সহ, টেক্সট বই এবং বিগত সালের প্রশ্নের আলোকে গুছানো সব লেকচার নোট , বেসিক ক্লিয়ার করে শুরু থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া , এক্সামে কি ধরনের Question হতে পারে, পূর্ববর্তী প্রশ্নের এনালাইসিস ও সলিউশন, কোন এক্সাম কারা নিবে, কোন এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি সাজাতে হবে এই সবকিছুর কম্বিনেশনে 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐢𝐭𝐲 এর জব প্রস্তুতি কোর্সটি। 

কোর্সটি সম্পর্কে বিস্তারিত পাবেন নিচের লিকে
https://blog.dil.com.bd/2021/05/assistant-engr-civil/

যোগাযোগঃ 01829713900

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here