বি.এস.সি(সিভিল) শেষ করার পর যারা বুয়েটে M.Sc করার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই লেখা …………………………
এই লেখায় মূলত ফ্রিকোয়েন্টলি যেসব বিষয়ে জানতে চাওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে।
.
১/ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করে কি BUET এ M.Sc. ভর্তি পরীক্ষা দেয়া যাবে ❓
উত্তরঃ
BUET এ M.Sc. করার জন্য আপনি প্রাইভেট ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে pass করেছেন এটার কোন প্রভাব নেই। এমনকি যারা বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছেন তাদেরকেও একই ভাবে এডমিশন টেস্ট দিতে হয়।
আর আপনার চান্স পাওয়া সম্পূর্ণ নির্ভর করবে আপনার লিখিত পরীক্ষার উপর। কারন ভাইবা তে আপনাকে বাদ দেওয়ার ভয় নেই, BUET M.Sc তে ভাইভা তে শুধুমাত্র Certificate এবং অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করে। এই ভাইবা পরীক্ষায় কোন আলাদা নম্বর থাকেনা। সুতরাং লিখিত পরীক্ষাই এখানে সব।
কে কোন বিশ্ববিদ্যালযয়ের সেটার কোন গুরুত্ব নেই, আপনি লিখিত পরীক্ষায় ভালো করলে অবশ্যই ভর্তি হতে পারবেন। তবে আপনার ইউনিভার্সিটি UGC অনুমোদিত হতে হবে।
.
২/ ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে B.Sc পাস করে কি BUET এ M.Sc. ভর্তি পরীক্ষা দেয়া যাবে ❓
উত্তরঃ
যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে B.Sc করেছেন, তাদের যদি B.Sc লেভেল এ ৪ বছরের ডিগ্রি থাকে তাহলে তারা পরীক্ষা দিতে পারবেন সেটা যেকোন প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা ডুয়েট,আইইবি যেকোন জায়গা থেকে পাশ করলেই হবে।
.
৩/ বুয়েটে M.Sc. তে ভর্তি হতে কত CGPA লাগে ❓
উত্তরঃ
বুয়েট M.Sc পরীক্ষায় CGPA তে কোন আলাদা ভাবে নম্বর নেই, তবে পরীক্ষা দিতে মিনিমাম CGPA নোটিশে উল্লেখ করে দিবে।
সাধারনত নিম্নলিখিত CGPA ভর্তি পরীক্ষার জন্য চেয়ে থাকে
B.Sc – 2.5 out of 4
S.S.C/H.S.C – 3.5 out of 5
Diploma- 2.5 out of 4
.
৪/ BUET M.Sc. এডমিশনে cgpa এর প্রভাব কেমন ❓
উত্তরঃ
এডমিশন দেয়ার জন্যে আপনার minimum CGPA যদি আপনার থাকে তাহলেই আপনি পরীক্ষা দিতে পারবেন। আর পরীক্ষাতে বসতে পারলে এরপর আপনার যোগ্যতা আপনাকে ওখানে প্রমাণ করার সুযোগ দেওয়া হবে এবং চান্স পাওয়া সম্পূর্ণ নির্ভর করবে লিখিত পরীক্ষার উপর। সুতরাং সিজিপিএ তে আলাদা কোন নম্বর কিংবা প্রভাব নেই । শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য যে সর্বনিম্ন সিজিপিএ চায় সেটা থাকলেই হবে।
.
৫/ BUET এ M.Sc. in Civil Engineering ব্যাকগ্রাউন্ড থেকে কোন কোন বিভাগে থেকে ভর্তি হওয়া যায়❓
উত্তরঃ
বুয়েটের M.Sc প্রোগ্রামে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ৪ টা আলাদা বিভাগ রয়েছে যেগুলোর একসাথে পরীক্ষা হয়ে এবং সেখান থেকে আপনার পছন্দ ক্রমানুসারে আপনি কোন বিভাগে ভর্তি হতে চান তা আবেদনের সময় পছন্দ করতে পারবেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে ৪ টি উপ-বিভাগ হলো
1.Structural Engineering
2.Geotechical Engineering
3.Transportation Engineering
4 Environmental Engineering
.
এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আরো কিছু ডিপার্টমেন্ট এ পরীক্ষা দিতে পারবেন , এগুলো হলো
1/ WRE : Water Resources Engineering
2/ URP : Urban & Regional Planning
For more about MURP Question pattern, Mark distribution & preparation guideline follow below link
Click here to read : BUET MURP admission Preparation
3/ IWFM : Institute of Water and Flood Management (IWFM)
For more about IWFM Question pattern, Mark distribution & preparation guideline follow below link
Click here to read : BUET IWFM admission Preparation
4/ AEM : Advanced Engineering Management
5/ Environmental Engineering
.
৬/ বুয়েটে M.Sc. করতে টোটাল কত টাকা লাগে ❓
উত্তরঃ
সম্পূর্ণ সরকারী খরচে (নাম মাত্র খরচে) M.Sc. তে সবচেয়ে সেরা quality education দিচ্ছে বুয়েট। আপনাকে মোট ৩৬ ক্রেডিট পড়তে হবে। প্রতি ক্রেডিট রেজিষ্ট্রেশ ফি মাত্র ১০০ (এক শত) টাকা। এডমিশন এবং রেজিষ্ট্রেশন ফি প্রতি সেমিস্টার এ ১০০০(এক হাজার) টাকা। সুতরাং আপনি যদি আপনি যদি ৪ সেমিস্টার মানে ২ বছরে শেষ করেন তবে ৬*১০০+৪*১০০০=৭৬০০+ Hall fee and caution money etc approximately ৫ হাজার মানে মোট ১৩১০০ টাকা মত। মানে আপনার আনুমানিক ১৫-২০ হাজার টাকা মত সব মিলেয়ে লাগতে পারে ।
.
৭/ আমি তো job করি, আমি কি BUET M.Sc. ভর্তি হলে ক্লাস করতে পারব❓
উত্তরঃ
BUET M.Sc. তে দুই ধরনের পদ্ধতি আছে
*Part Time
*Full Time
যারা job করেন তারা সাধারনত Part Time এ ভর্তি হন এবং এক্ষেত্রে প্রতি সেমিস্টারে সর্বনিম্ন ২ টি সাবজেক্ট বা ৬ ক্রেডিটের কোর্স করতে হবে । এবং আপনার সুবিধা অনুযায়ী রুটিন দেখে ওই কোর্স গুলো নিবেন যেগুলো আপনি টাইম ম্যানেজ করে ক্লাশ করতে পারবেন। তবে Full time and Part time এর ক্লাস/পরীক্ষা সব একসাথে হয়। সার্টিফিকেট ও একই।
এছাড়া আপনি ভর্তি হওয়ার পর Full time to part time কিংবা Part time to full time এ যাওয়ার জন্য apply করতে পারবেন। এবং প্রতি সেমিস্টারে এটা পরিবর্তন করতে পারবেন ।
.
৮/ আমি BUET M.Sc. তে কতবার admission দিতে পারব? Education গ্যাপ থাকলে কি এপ্লাই করতে পারব?
উত্তরঃ
যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবেন। Education গ্যাপ থাকলেও সমস্যা নাই।
.
৯/ BUET Civil Engineering M.Sc তে সিট কতটা?
উত্তরঃ
Civil Engineering ডিপার্টমেন্ট এর ৪ টা উপবিভাগ মিলিয়ে মোট ২০০ এর মত সিট রয়েছে
👉Structure – 70-80
👉Geotechnical – 70-80
👉Transport – 40+
👉Environmental – 30-40
এছাড়াও WRE তে আলাদা এক্সাম হয় সেখানে ৩০ জনের মত নেওয়া হয়।
.
১০/আনুমানিক কতজন পরীক্ষা দেয়?
উত্তরঃ
BUET M.Sc. Civil Engineering admission এ প্রতিবার গড়ে আনুমানিক ১০০০-১২০০ জন পরীক্ষা দেয়।
.
১১/ সার্কুলার বছরে কতবার হয় এবং কখন হয়?
উত্তরঃ
বছরে সাধারনত মিনিমাম একবার সার্কুলার হয় এবং মাঝে-মাঝে দুইবার হয়। সাধারনত অক্টোবর এবং এপ্রিল মাসে সার্কুলার হয়ে থাকে তবে বিভিন্ন কারনে এটা পরিবর্তন,পরিবর্ধন হতে পারে। সাধারনত সেমিস্টার শুরুর মাস খানেক আগে সাধারাণত সার্কুলার হয়।
.
১২/ M.Sc. & M.Engg এর মধ্যে পার্থক্য কি? তুলনামূলক কোনটায় চান্স পাওয়া সহজ?
উত্তরঃ
M.Sc. হল যারা থিসিস নিয়ে Masters করতে চায় তারা আর যারা, Project নিয়ে Masters করতে চায় তারা M.Engg degree পাবে। ভর্তির সময় এটা আলাদা করে না, সবার একই প্রশ্নে একই সিলেবাসে একই সাথে admission exam হয়। ভর্তি হওয়ার পর আপনি নিজে choose করতে পারবেন আপনি কোনটা করতে চান। সুতরাং কোনটিতেই চান্স পাওয়া সহজ কঠিনের ব্যাপার নেই এখানে।
.
১৩/ বিগত বছরের প্রশ্ন কোথায় পাবো ???
Buet MSc এর বিগত ১০ বছরের প্রশ্ন নিয়ে আরেকটি ব্লগ রয়েছে । ব্লগটির লিংক এই লেখার শেষে যুক্ত করে দেওয়া হয়েছে। সেই লিংক থেকে বিগত ১০ বছর (২০১১-২০২১) সাল এর প্রশ্নগুলো পেয়ে যাবেন
.
Regards
Md.Towhidul slam
.
For various Civil Engineering information Join our Facebook Group Civilian Study Zone and follow our Facebook Page Design Integrity
.
To join our BUET MSc Admission Preparation Course go through below link
.
BUET MSc Previous Year Question (2011-2021) : Find from below link