সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিশ্লেষণধর্মী কনটেন্ট নিয়ে ইউটিউবে সাড়া পাওয়া তরুন সিভিল ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত চৌধুরী
ইউটিউবের জনপ্রিয় চ্যানেল Enayet Chowdhury -এর ক্রিয়েটর তিনি। তার আরোও একটি পরিচয় হল, তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার



এনায়েত চৌধুরীই মূলত বাংলা ভাষায় প্রথম ব্যাখামূলক ভিডিও কন্টেন্ট তৈরি করা দেশের প্রথম ইউটিউবার।এর আগে বাংলাদেশের বাইরে ভারতের ধ্রুব রাঠী, আকাশ ব্যানারজী, মোহক মোংগল কিংবা পাকিস্তানের জুনায়েদ আকরাম, তৈমুর শাহাবুদ্দীন সহ আরো অনেকে এই ধারায় ভিডিও কন্টেন্ট দীর্ঘদিন ধরে তৈরি করছেন, তবে বাংলা ভাষায় এই ধরনের বিশ্লেষণধর্মী কন্টেন্ট, কিছুটা সিচুয়েশনাল হিউমারসহ উপস্থাপনের কাজটি এনায়েত চৌধুরীই প্রথম শুরু করেন। তিনি মূলত বিশ্লেষনধর্মী ভিডিও কনটেন্ট তৈরি করেন, তার ভিডিওর মূল পাথেয় হচ্ছে তিনি ভিডিওতে যা বলছেন তার পেছনে যথাযথ প্রমাণ এবং রেফারেন্স থাকে।

তিনি পড়াশোনা করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৪ সালে ভর্তি হন।এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৯ সালে পাশ করেন। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নকালে তিনি রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন।এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে পোস্টার প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা সহ সৃজনশীল নানা কাজে অংশগ্রহন করতেন ।বুয়েটে অধ্যয়নরত সময়ে তিনি ৪ বছরের অধিক সময় উদ্ভাসে, অন্যরকম পাঠশালা, এবং বাংলাদেশি ই-লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান করেন এনায়েত চৌধুরী।

বুয়েট থেকে পাশ করার পর, কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। তিনি ২০১৯ সালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০১৯ সালের ২১ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটে প্রভাষক হিসেবে যুক্ত হন। এবং বর্তমানে তিনি বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। এছাড়াও তিনি একজন রিসার্চার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সেক্টর এবং পানি ও বন্যা ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে নিয়ে তিনি গবেষনা করছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য পাবলিকেশন্স এর মধ্যে রয়েছে …

  • Influence of vetiver grass (Chrysopogon zizanioides) on infiltration and erosion control of hill slopes under simulated extreme rainfall condition in Bangladesh
  • Infiltration in vegetated soil: empirical modeling and sensitivity analysis
  • EFFECTS OF VEGETATION ON SOIL WATER INFILTRATION
  • EVALUATION OF THE EFFECT OF RAINFALL ON SLOPE STABILITY ANALYSIS BY USING HYDRAULIC UNIT FLUX INFILTRATION PROPERTY
  • Evaluation of Shear Strength of Cohesionless Soil from Maximum, Minimum Dry Density and Fines Content using Polynomial Surface Fitting Method
  • A Case Study of the River Training Work of Padma River: Assessment of Local Slope Protection Measures
  • Arabian Journal of Geosciences, Modelling Earth Systems and Environment

সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ইউটিউবিং এ……..

এই যাত্রাটা মূলত শুরু হয় ইউটিউব এর একজন দর্শক এনায়েত হিসেবে, অনেক দিন থেকেই তিনি ইউটিউবের একজন নিয়মিত দর্শক ছিলেন। সেই থেকে তিনি খেয়াল করেন বাংলাদেশে বিশ্লেষনধর্মী জনরার কন্টেন্ট ক্রিয়েটর তেমন একটা নেই। এবং তিনি যেহেতু একজন রিসার্চার, সেই সুবাদে তিনি বিশ্লেষনধর্মী ও তথ্যবহুল কন্টেন্ট তৈরির কথা চিন্তা করেন এবং প্রথম এ জনরার ভিডিও তৈরি শুরু করেন।

তিনি এক সাক্ষাৎকারে বলেন  প্রতিটি ভিডিও তৈরি করতে সময় লাগে কমপক্ষে ১০ ঘণ্টা।  
কাজটা ৩ ভাগে বিভক্ত। যেমন, ১. গবেষণা- কমপক্ষে ৩ ঘণ্টা, প্রথমে সাধারণ গুগল সার্চ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণ যাচাই করা হয়। তারপর গুগল স্কলার ও রিসার্চগেট ওয়েবসাইটে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাপত্র নিয়ে কাজ করা হয়। সবশেষে যেসব তথ্য পেলাম সেগুলো গুগল ও ফেসবুকের বিভিন্ন সোর্সের সঙ্গে ক্রস-চেক করে যাচাই করা হয়, পরে সেগুলোকে সহজবোধ্য করে স্ক্রিপ্টে টুকে ফেলা হয়। ২. ভিডিও ও অডিও ধারণ করতে হয় কমপক্ষে ১ ঘণ্টা। ৩. ভিডিও সমপাদনা করতে হয় কমপক্ষে ৬ ঘণ্টা। এভাবেই একটা কনটেন্ট সকলের সামনে উপস্থাপন করা হয়।

এনায়েত চৌধুরীর লেখক হিসেবে আত্মপ্রকাশঃ

২০২০ সালে এনায়েত চৌধুরী লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। সাধারণ মানুষের কাছে পুরকৌশলকে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়েই লিখে চলেছেন। তিনি প্রথম বই লিখলেন পদ্মা সেতুর গাঠনিক দিক নিয়ে। ড. জামিলুর রেজা চৌধুরী বইটির প্রথম সংস্করণের ভূমিকা লিখেছিলেন। নির্মাণাধীন পদ্মা সেতুর উপর এখন পর্যন্ত খুব বেশি বই প্রকাশিত হয়নি। বইটি তে পদ্মা সেতুর কারিগরি দিক সম্বন্ধে পাঠকদের একটি ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। বইটি যতটুকু পড়েছি বেশ ভালোই লেগেছে।

বইটিতে সেতুর ইতিহাস,সেতু প্রকৌশল,নদী ব্যবস্থাপনা, পদ্মা নদীর বিশেষত্ব, সেতু নির্মানে সিভিল ইঞ্জিনিয়ার ভূমিকা, জমি অধিগ্রহণ ও পুনর্বাসন, পদ্মায় সেতু নির্মাণের চ্যালেঞ্জ,পরিবেশগত প্রভাব, পদ্মা সেতুর গুরুত্ব সহ  পদ্মা সেতু সম্পর্কে সার্বিক ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে বইটি সুন্দর ও সাবলীল ভাষায় লেখা হয়েছে। যার ফলে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বাইরের যে কেউ ও বইটি পড়ে পদ্মা সেতু সম্পর্কে বিস্তর ধারনা পাবেন।

ইউটিবিং নিয়ে ভবিষ্যত পরিকল্পনাঃ

এনায়েত চৌধুরীর ইউটিউব চ্যানেল এক লাখ মানুষ যুক্ত রয়েছেন এবং ফেসবুক পেজে রয়েছে দুই লাখের অধিক অনুসারী। ইউটিউব চ্যানেলে রয়েছে ৭০’র অধিক ভিডিও। প্রায় ৩ কোটিবার দেখা হয়েছে ভিডিওগুলো। এনায়েত চৌধুরীর সাথে তার ভবিষ্যত পরিকল্পয়া নিয়ে কথা বলার সময় তিনি বলেন,এই ইউটিউব চ্যানেল নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দীর্ঘ। তিনি আরো অনেক পড়াশোনা করতে চান ও নতুন নতুন কন্টেন্ট দর্শক কে উপহার দিতে চান। এছাড়াও ভবিষ্যতে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে কিছু মৌলিক ভিডিও বানানোর ইচ্ছা আছে বলেও জানান।

ইউটিউবে এনায়েত চৌধুরীর মত ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কারনে বাংলাদেশের ইউটিউবে ভালো দর্শক তৈরি হচ্ছে। এধরনের বিশ্লেষনধর্মী কন্টেন্ট এবং কাজ সত্যিই প্রশংসনীয়। একটা কথা না বললেই নয়, এনায়েত চৌধুরীর একটা কথা আমার অনেক ভালো লেগেছে। কোন এক সাক্ষাৎকারে তিনি বলেন “আমি যেই তথ্যটা দেব, তা যেন প্রমাণিত হয়। যেন মানুষ সঠিক জিনিসটাই শুধু জানতে পারে।“

ভিন্নক্ষেত্রে সফল এই সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ডিজাইন ইন্টিগ্রিটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here