নির্মাণ কাজে ভবনের কাজের সাথে জড়িত কিংবা ভবন নির্মানের সাথে সম্পর্কিত সব কাজ সম্পর্কে জানতে হয়। ভবন নির্মান এবং রাস্তা নির্মানের সাথে সরাসরি জড়িত এমনই একটি কাজ হচ্ছে ব্রিক সলিং। আর এজন্যেই ব্রিক সলিং এর কাজ ,এস্টিমেট ইত্যাদি নিয়ে প্রাথমিক ধারনা ধারনা থাকা উচিত সিভিল ইঞ্জিনিয়ার দের।
আসুন জেনে নেওয়া যাক, ব্রিক সলিং কী? কোথায় করা হয় সলিং? কীভাবে হিসাব করা হয় এর জন্য প্রয়োজনীয় উপকরণ?
ব্রিক সলিং কী?
বাড়ি নির্মান সহ,ভবন নির্মানের ক্ষেত্রে ভবনের ভিত্তি বা ফাউন্ডেশনে, মেঝেতে, কলামের বেসে কিংবা রাস্তার সাবগ্রেড সার্ফেসে, ফুটপাতে, বাগানের সার্ফেসে সাধারণত এক বা দুই স্তরে যে ইট বিছিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ব্রিক সলিং।
ব্রিক সলিং সলিং এর কাজ?
Brick Soling এর Soling শব্দটি এসেছে Sole শব্দ থেকে। আর Sole শব্দটির অর্থ হচ্ছে Base on which something rest .
রাস্তার ক্ষেত্রে ব্রিক সলিং একধরনের সাব-বেস হিসেবে কাজ করে,যা সাবগ্রেড সয়েল এ লোড ট্রান্সফার করে । যখন সাবগ্রেড সয়েল ভারবহনের জন্য পরিমিত না হয় তখন ব্রিক সলিং করা ভারবহন করে এবং সেই ভার সাবগ্রেডে লোড ট্রান্সফার করে অর্থাৎ, সলিং এর মূল কাজ হচ্ছে ভার বহন করা এবং সেই ভার সাবগ্রেড সয়েলে ট্রান্সফার করা।
ভবন নির্মানের ক্ষেত্রে মাটি থেকে ওঠা পানি শোষণ করতেও ব্রিক সলিং করা হয়। এবং এর উপর ২/৩ ইঞ্চি বালু দিয়ে পূর্ন করে পলিব্যাগ এর স্তর দেওয়া হয়। যেন সয়েল থেকে পানি না উঠে।
সলিংয়ের প্রকারভেদ
ব্রিক সলিং অনেক ধরনের হয়ে থাকে, তবে বহুল প্রচলিত সলিং হচ্ছে
১. ফ্ল্যাট সলিং
২. হেরিং-বোন বন্ড সলিং
৩. ডায়াগোনাল সলিং
FLAT SOLING DIAGONAL SOLING HERRIGN BONE BOND
কিভাবে ব্রিক সলিং করা হয়ঃ
১. প্রথমেই যে সার্ফেস এ ব্রিক সলিং করা হবে তাতে পানি ছিটিয়ে নিতে হবে এবং পরিমিত কম্প্যাক্ট করে নিতে হবে হ্যান্ড র্যামার এর মাধ্যমে।
২. এরপর পাশাপাশি ইট বিছিয়ে সলিং এর কাজ করতে হবে। ইট এমন ভাবে বিছাতে হবে যেনো একটা ইট আরেকটা ইটের সাথে পাশা পাশি স্পর্ষ করে । এবং ব্রিক এর ফ্রগ মার্ক যেনো উপরে থাকে।
৩. ব্রিক গুলো এমন ভাবে প্লেস করতে হবে যেনো ব্রিক গুলো একই স্তরে সমতলে এবং ঘনিষ্ঠ ভাবে থাকে
৪. ভাঙ্গা ব্রিক এর টুকরো থাকলে সেগুলো কে edge এ বসাতে হবে
৫. ব্রিকের মাঝের ফাঁকা জায়গা গুলো কিংবা জয়েন্ট গুলো কে ফাইন এগ্রিগেট (বালু) দ্বারা পূর্ন করতে হবে। ফাইন এগ্রিগেট এর Fineness Modulas (FM) ০.৫ এর কাছাকাছি হতে হবে। ব্রিকের মাঝের ফাঁকা জায়গা গুলো বালু দ্বারা পূর্ন করার ক্ষেত্রে ব্রাশ ব্যাবহার করা যেতে পারে তবে পানি না দেওয়াই শ্রেয়।
৬. কাজ শেষে সম্পূর্ন কাজটি চেক করতে হবে ।
ব্রিক সলিং এর বেসিক চেকলিস্টঃ
০১. ম্যাটেরিয়ালস কোয়ালিটিঃ
ব্রিকঃ
ব্রিক সলিং এর ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেনীর ব্রিক ব্যাবহার করতে হবে , ব্রিক সাইজ ২৪০ মিমি x ১১৫ মিমি x ৭০ মিমি হতে হবে। এবং উপর থেকে একটি ব্রিকের ২৪০ মিমি x ১১৫ মিমি দেখা যাবে
ফাইন এগ্রিগেটঃ
ব্রিকের মাঝের ফাঁকা জায়গা গুলো যে ফাইন এগ্রিগেট (বালু) দ্বারা পূর্ন করা হবে তার Fineness Modulas (FM) ০.৫ এর কাছাকাছি হতে হবে।
০২. কম্প্যাকশনঃ
ব্রিক সলিং যে সার্ফেস এর উপর করা হবে তা প্রপারলি কম্প্যাক্ট করা হয়েছে কিনা চেক করে নিতে হবে
০৩. বেস লেভেলিংঃ
ব্রিক সলিং যে সার্ফেস এর উপর করা হবে তার লেভেল ঠিক আছে কিনা চেক করে নিতে হবে।
০৪. ফ্রগ মার্কঃ
ব্রিকের ফ্রগ মার্ক উপরের দিকে থাকতে হবে
০৫. জয়েন্টঃ
ব্রিকের জয়েন্ট বা ফাঁকা জায়গা গুলো বালু দিয়ে সঠিক ভাবে ফিলাপ করা হয়েছে কিনা চেক করতে হবে
০৬. সলিং সার্ফেস লেভেলঃ
সবশেষে সলিং এর সার্ফেস এর লেভেল ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। ব্রিক সলিং একই স্তরে ও সমতলে থাকতে হবে।
সলিং এর এস্টিমেটঃ
একটি উদাহরণ দিয়ে ব্রিক সলিং এর হিসাব বোঝানো হলো।
ধরা যাক,
যে জায়গায় ব্রিক সলিং করা হবে তার দৈর্ঘ্য= ৪০ ফুট এবং প্রস্থ=৩০ ফুট
সোলিংয়ের কাজে ব্যবহৃত ইটের দৈর্ঘ্য= ২৪০ মিমি এবং প্রস্থ = ১১৫ মিমি
যে জায়গায় ব্রিক সলিং করা হবে তার জায়গার ক্ষেত্রফল :
= ৪০ ফুট. X ৩০ সেমি.
= ১২০০ স্কয়ার ফুট
সলিংয়ের কাজে ব্যবহৃত ইটের ক্ষেত্রফল :
= ২৪০ মিমি X ১১৫ মিমি
= ৯.৫ ইঞ্চি X ৪.৫ ইঞ্চি
= ৪২.৫ স্কয়ার ইঞ্চি
= ০.২৯৬৮৭৫ স্কয়ার ফুট
সলিং করতে ইট প্রয়োজন হবে = ১২০০/০.২৯৬৮৭৫ = ৪০৪২ টি
= ৪২৫০ টি ( including 5% wastage)
ব্রিক সলিং এর ক্ষেত্রে, প্রতি ১০০ বর্গফুট জায়গায় এক স্তর ফ্ল্যাটসলিং করতে প্রচলিত মাপের ইট,বালু ও মিস্ত্রীর হিসাবঃ

ক্ষেত্রফল অনুসারে উপরের চার্ট থেকে কাজ অনুসারে সরাসরি হিসাব করতে পারেন প্রয়জনীয় ইটের সংখ্যা।
.
লেখাঃ
মোঃ তৌহিদুল ইসলাম
উপজেলা সহকারী প্রকৌশলী
এল.জি.ই.ডি
.
Follow us
FB group: Civilian Study Zone
FB page: Design Integrity