গত বেশকিছু বছর ধরে বুয়েট মাস্টার্স ভর্তি পরীক্ষা সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমেই হয়েছিলো, তবে করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) কারনে সৃষ্ট পরিস্থিতির কারণে সরকার গত ২০১৯ এর মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর  অনেক দিন ধরেই বুয়েটের মাস্টার্স ভর্তি আর হয়নি। তবে দীর্ঘ সময় বুয়েটের মাস্টার্স ভর্তি পরীক্ষা না হলেও,এখন অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রাখাতে আগ্রহী হয়ে উঠেছে বুয়েট। আর তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।   

বিগত বেশ কিছুদিন ধরেই বুয়েটের মাস্টার্স ভর্তি পরীক্ষা লিখিত হয়েছিল। তবে এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার ঘোষনার সাথে সাথে পরীক্ষা পদ্ধতি MCQ পদ্ধতি তে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি তে বলা হয়। অর্থাৎ বিগত কিছু সালের পরীক্ষা পদ্ধতির বাইরে ভিন্ন ভাবে হবে এবারের পরীক্ষা। আর এজন্য এবারের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একদম সঠিক ভাবে বলাও সম্ভব না। তবে আমরা এই লেখায় এ চেষ্টা করবো এবারের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বেসিক কিছু ধারনা দিতে।  যা আপনাকে বুয়েটের আসন্ন মাস্টার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে কিছুটা হলেও সাহায্য করবে ।

প্রথমেই আসি এর আগে কখনো বুয়েটের মাস্টার্স ভর্তি পরীক্ষায় এ ধরনের পরীক্ষা হয়েছিলো কিনা, হ্যাঁ  অক্টোবর ২০১৫ সেশনে বুয়েটের মাস্টার্স ভর্তি পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন হয়েছিল। এজন্য প্রথমেই ২০১৫ সালের প্রশ্নের অভিজ্ঞতা শেয়ার করি যা এবারের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারনা দিবে।

২০১৫ সালের প্রশ্নপত্র কেমন হয়েছিলোঃ

২০১৫ সালের পরীক্ষায় প্রতিবারের মতই  মোট  ১০০ নম্বরের প্রশ্ন হয়েছিলো, এবং পাচ ভাগেই প্রশ্ন হয়েছিলো।  

১. বেসিক ইঞ্জিনিয়ারিং ( ম্যাটেরিয়াল + সার্ভেয়িং + প্রজেক্ট ম্যানেজমেন্ট) – ২০ নম্বর
২. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং (মেকানিক্স, স্ট্রাকচার, আর সি সি) – ২০ নম্বর
৩. জিওটেকনিকাল ইঞ্জিনিয়ারিং – ২০ নম্বর
৪. ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং – ২০ নম্বর
৫. এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং – ২০ নম্বর

এবার আসি এই ২০ মার্ক কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছিলো৷


⭐ Theoratical Part:
Fill in the gaps, True/False, Multiple choice = ৮-১০ নম্বর
এসব প্রশ্ন গুলো বেসিক থেকেই হয়েছিলো।  প্রতি প্রশ্নের মান ছিলো ০.৫। অর্থাৎ মোট ১৬-২০ টি প্রশ্নে ছিলো এবং প্রতিটি প্রশ্নে ০.৫ নম্বর করে মোট ৮-১০ নম্বর ।

⭐ Matthmatical part:
২০ নম্বরের মধ্যে বাকি ১০/১২ মার্ক Multiple choice হিসেবেই ছিলো তবে  এখানে মাত্র ৩-৪ টা করে প্রশ্ন ছিল। যেগুলো  সাধারণ সময়ে আসা ম্যাথ গুলোর মতই। শুধুমাত্র পার্থক্য হল  খাতায় সম্পুর্ণ ম্যাথ করা লাগবে না, উত্তর দিয়ে আসলেই হবে৷

২০১৫ সালে অনুষ্ঠিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং নিয়ে কিছু বলা ছিল না। সাধারনত আমরা যেভাবে প্রস্তুতি নিয়ে থাকি, সেই প্রশ্ন অবজেকটিভ টাইপ হলেও প্রস্তুতির ধরন ছিলো একই।

২০২১ সালের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেনঃ

২০২১ সালের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যে ২০১৫ সালের প্যাটার্ন অনুসারে প্রস্তুতি নিতে পারেন তবে, বেসিক প্রস্তুতি ঠিক রেখে প্রস্তুতি গুছিয়ে নিতে হবে। আপনি যদি বেসিক ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে থাকেন তবে যে ধরনের প্রশ্নই হোক না কেনো আপনি ভালো করতে পারবেন। পূর্বের মতই গুরুত্বপূর্ণ বিষয় গুলোর থিওরি এবং ম্যাথ পড়তে পারলে ভালো, তবে ছোট-খাটো বিভিন্ন জিনিস গুলোতে বেশী জোর দিতে হবে যেগুলো থেকে MCQ প্রশ্ন হতে পারে।

বুয়েট MSc প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক গুলো তুলে ধরা হয়েছে নিচের PDF টি তেঃ

.

আর অব্জেক্টিভ এর জন্য এই লেখাটি দেখতে পারেন, তবে নিচের লেখাটি জব-প্রস্তুতির MCQ অংশ নিয়ে লেখা হয়েছে, বুয়েট MSc ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এতটা গভীর ভাবে পড়তে হবেনা। শুধুমাত্র ধারনার জন্যে নিচের লেখাটি পড়ে নিতে পারেন।

.

NB: This is a rough coverage. We never ensure that the question will be like this as we focused here.
Hope for good luck.

.

Also Follow us
FB group: Civilian Study Zone
FB page: Design Integrity
LinkedIn: https://linkedin.com/company/dibd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here