১৯৯৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় গৃহায়ন নীতিমালা করা হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে এই নীতিমালাটি আবার সংশোধন করা হয়। পরবর্তীতে ২০১২ সালে নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তে কমিটি গঠিত হয় এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে ‘জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬’ গেজেট আকারে জারি করে সরকার।
নীতিমালার মূল লক্ষ্য, কম জমি ব্যবহার করে বেশি মানুষকে আবাসন সুবিধা দেওয়া। এ জন্য শহরের পাশাপাশি গ্রামের আবাসন ব্যবস্থাকেও নীতিমালার আওতায় আনা হয়েছে।
জাতীয় গৃহায়ন নীতিমালা-২০১৬ এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন নিচের লিংক থেকে
JOIN US for Civil Engineering information & Study
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page : https://www.facebook.com/DesignIntegrityBd
Website: http://dil.com.bd
Blog: https://blog.dil.com.bd
Post Settings
Toggle panel: Post Settings