BPSC প্রিলিমিনারি, রাষ্ট্রয়ত্ত বিভিন্ন ব্যাংক এর প্রিলিমিনারি, BSCIC, Bangladesh Bridge Authority, BIRTAN সহ বেশকিছু প্রতিষ্ঠানেই Civil Engineering অংশ থেকে MCQ প্রশ্নের উপর ভিত্তি করে এক্সাম নেওয়া হয়। তাই রিটেনের পাশাপাশি MCQ টা ও প্রিপারেশন নিয়ে রাখা উচিত তাহলে হঠাৎ করে একটা এক্সাম MCQ দিয়ে দিলে ঝামেলায় পড়তে হয়না আর ।
এই লেখায় সিভিল ইঞ্জিনিয়ারিং জবের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল-Civil Engineering MCQ এর প্রস্তুতি নিয়ে বেসিক কিছু আলোচনা করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং অংশের MCQ প্রস্তুতির জন্য আপনাকে কয়েকটি ধাপে প্রস্তুতি নিতে হবে। এই ধাপগুলোই একে একে আলোচনা করা হচ্ছে
স্টেপ ০১ঃ
.
প্রথমেই যেটা করবেন, বিগত বছরের কোশ্চেন গুলো দেখে নিতে হবে। এতে করে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে আর প্রস্তুতি নিতেও সহজ এবং ইফেক্টিভ হবে। অর্থাৎ আপনি বিগত কিছু প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কি ধরনের টপিক বেশী ফোকাস করে এবং কি ধরনের টপিক ও কি কি সাবজেক্ট এ বেশী ইম্পরট্যান্স দিতে হবে
বিগত বছরে আসা কিছু পরীক্ষার mcq গুলো নিয়ে নিচের pdf এ সাবজেক্ট অনুসারে সাজানো হয়েছে , এটা পড়ে নিতে পারেন।
.
.
এছাড়াও বাজারে কিছু MCQ বেসড বই পাবেন ,যেগুলো তে বিভিন সালের কিছু প্রশ্ন পাবেন , সেগুলোও দেখতে পারেন। এছাড়াও কিছু প্রিভিয়াস কোশ্চেন কালেক্ট করা হয়েছিলো যেগুলোতে সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ ছিলো
.
.
.
.
.
.
.
.
স্টেপ ০২ঃ
Mcq প্রিপারেশন নেয়ার জন্যে Khurmi এর বইটা কে বেসিক ধরে প্রস্তুতি নিতে হবে।
বিগত সালের প্রশ্ন দেখার পর, Khurmi বই থেকে যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ ও বিগত বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো ভালো করে বার বার পড়ুন।এবং একবার পড়ে মার্ক করে রাখুন ইম্পরট্যান্ট লাইন গুলো তাহলে বার বার করে পুরো বই পড়তে হবেনা ।

নিচের Chapter গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ুন।
Engineering Mechanics (Chapter- 1)
Strength of Materials (Chapter-2)
Surveying (Chapter-5)
Building Materials (Chapter-6)
Public Health Engineering (Chapter-8)
Highway Engineering (Chapter-9)
Building Construction (Chapter-12)
Concrete Technology (Chapter-13)
RCC (Chapter-14)
.
নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন বইটি
.
এছাড়াও Civil MCQ প্রিপারেশন নেয়ার জন্যে Agor এর Civil Engineering Objective and conventional by R Agor বইটাও পড়তে পারেন।
![PDF] Objective Type and Conventional Questions and Answers On Civil Engineering By R. Agor Book Free Download – EasyEngineering](https://i1.wp.com/easyengineering.net/wp-content/uploads/2017/12/agora.jpg?fit=2008%2C2560&ssl=1)
নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন বইটি
.
স্টেপ ০৩ঃ
ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো থেকেও প্রস্তুতি রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এসব ওয়েবসাইট থেকে হুবুহু অনেক প্রশ্ন থাকে এবং এসব ওয়েবসাইটের প্রশ্নের সাথে খুরমির বইয়ের মিল আছে অনেকাংশ তাই খুব একটা কষ্ট হবেনা পড়তে ।
এসব ওয়েবসাইট গুলোর মধ্যে রয়েছে
1.IndiaBIX: Aptitude Questions and Answers
Website Link: https://www.indiabix.com/civil…/questions-and-answers/
2.Examveda
Website Link: https://www.examveda.com/mcq-question-on-civil-engineering/
এছাড়া কিছু ওয়েবসাইটের মাধ্যেমে অনলাইনে পরীক্ষা দিয়ে, এর মাধ্যমে প্রস্তুতি যাচাই করতে পারেন।
1.Engineering Interview website: https://engineeringinterviewquestions.com/civil…/
.
এসব ওয়েব সাইট থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ mcq গুলো একসাথে পাবেন নিচের pdf এ
.
স্টেপ ০৪ঃ
বিভিন্ন দেশী লেখক যারা বিভিন্ন মন্ত্রনালয়গুলোতে জব করছেন তাদের লেখা বিভিন্ন mcq প্রিপারেশন এর বই পাওয়া যায় সেগুলো পড়তে পারেন,এগুলোতে একটা জিনিস হেল্প হবে,বিগত বছরের প্রশ্ন গুলো পাবেন। এতে করে প্রশ্নের প্যাটার্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসাথে পেয়ে যাবেন।তবে একটু খেয়াল করে বুঝে পড়তে হবে কারন অনেক সময় টাইপিং জনিত ভুলের কারনে ভুল থাকতে পারে।
.
Regards
Engr.Towhidul Islam
Upazila Assistant Engineer (Civil)
LGED, Ministry of LGRD
.
JOIN US
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page : https://www.facebook.com/DesignIntegrityBd
Website: http://dil.com.bd
Blog: https://blog.dil.com.bd
[…] Click here to check important topic for MCQ part […]
dawn mcqs