বিএনবিসি ২০২০ এর ১.৪ ধারা অনুযায়ী প্রতিটি বিল্ডিং বা বিল্ডিংয়ের অংশকে তার ব্যবহার বা বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবদ্ধ করা হয়েছে । বিএনবিসি ২০২০ এর টেবিল-৩.১.১ এ বিল্ডিংয়ের এই শ্রেনীবিভাগ দেখানো হয়েছে।
যেকোন বিল্ডিং এর কাজের ক্ষেত্রে এই বিএনবিসির এই ধারা অনুযায়ী বিল্ডিং এর অক্যুপেন্সি উল্লেখ করতে হবে।
বিল্ডিং এর শ্রেনীবিভাগ ভাগ করা হয়েছে দুইটি ক্যাটাগোরির উপর ভিত্তি করে
১/ বিল্ডিং ব্যাবহারের উপর ভিত্তি করে
২/ কনস্ট্রাকশন এর উপর ভিত্তি করে
বিল্ডিং ব্যাবহারের উপর ভিত্তি করে শ্রেনীবিভাগের মধ্যে প্রধানত আছেঃ
Occupancy Type A: Residential
Occupancy Type B: Educational Facilities
Occupancy Type C: Institution for Care
Occupancy Type D: Healthcare Facilities
Occupancy Type E: Business
Occupancy Type F: Mercantile
Occupancy Type G: Industrial Buildings
Occupancy Type H: Storage Buildings
Occupancy Type I: Assembly
Occupancy Type J: Hazardous Building
Occupancy Type K: Garage
Occupancy Type L: Utility
Occupancy Type M: Miscellaneous
এই প্রত্যেকটা প্রধান ক্যাটাগোরিতে আরো অনেক গুলো ভাগ রয়েছে। এবং প্রতিটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বিস্তারিত টেবিলে লিপিবদ্ধ করা হয়েছে



বিল্ডিং কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে শ্রেনীবিভাগের মধ্যে প্রধানত আছেঃ
১/ Non-combustible -অদাহ্য
২/ Combustible -দাহ্য
এই প্রত্যেকটা প্রধান ক্যাটাগোরিতে আরো অনেক গুলো ভাগ রয়েছে। এবং প্রতিটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বিস্তারিত টেবিলে লিপিবদ্ধ করা হয়েছে

JOIN US
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page : https://www.facebook.com/DesignIntegrityBd
Bnbc2020