বিএনবিসি ২০২০ অনুযায়ী কোন প্লট/বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের মানদন্ড

0
1392
বিএনবিসি ২০২০ এর ১.৫.৪.১  অনুযায়ী কোন প্লট/বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের মানদন্ড নির্ধারণ করা হয়েছে। যেকোন প্লট/বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে বিএনবিসির অনুসরন করতে হবে।


১/ প্লটের বাউন্ডারি ওয়াল/সীমানা প্রাচীরের দেওয়ালগুলির উচ্চতা সর্বোচ্চ ১.৫ মিটার এর বেশি হবে না ।
২/ গ্রিল, স্ক্রিন, বালস্ট্রেড ইত্যাদি দিয়ে তৈরি বাউন্ডারি ওয়াল/সীমানা প্রাচীর যার উচ্চতা সর্বোচ্চ ২.৭৫ মিটার সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে না ।
৩/ Solid Wall/শক্ত দেওয়াল এবং গ্রিল বা স্ক্রিনের সংমিশ্রণে তৈরি  বাউন্ডারি ওয়াল/সীমানা প্রাচীরের ক্ষেত্রে Solid Wall/শক্ত দেওয়ালের উচ্চতা সর্বোচ্চ ১.৫ মিটার এর বেশি হবে না।
৪/ বিশেষ বিশেষ ক্ষেত্রে  কর্তৃপক্ষ  সাধারণ উচ্চতার চেয়ে বেশী উচ্চতার বাউন্ডারি ওয়াল/সীমানা প্রাচীর ব্যবহারের অনুমতি দিতে পারে ।

JOIN US
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page :
https://www.facebook.com/DesignIntegrityBd

Website: http://dil.com.bd
Blog:
https://blog.dil.com.bd