বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী স্যারের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন‘ নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনেক দিন আগে থেকেই বুয়েট এলামনাই সহ বুয়েটের শিক্ষক মহোদয় থেকে এই উদ্যোগটি গ্রহন করা হয়, এবং এটি বাস্তবায়নের জন্য বুয়েট এলামনাই সহ বুয়েটের শিক্ষক মহোদয় সর্বাত্নক প্রচেষ্টা করেন । ইতোপূর্বে বুয়েটের অধ্যাপক ড.আব্দুল জব্বার খাঁন স্যার, বুয়েটের পুরকৌশল ভবনের নামকরণ হবে “ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন ” এর বিষয়টি অবগত করেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার ১৯ শে এপ্রিল, ২০২১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে, বুয়েটের পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন‘ নামে নামকরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক সিন্ডিকেট দ্বারা অনুমোদন করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক সিন্ডিকেটের ৫২৩ তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় , এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ০৬/০৪/২০২১ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৩ তম সভায় এই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন‘ নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

ড.জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, ও তথ্য-প্রযুক্তিবিদ।পেশাগত জীবনে প্রখ্যাত এই প্রকৌশলী,গবেষক ও শিক্ষাবিদ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি ২০০১ থেকে ২০১০ পর্যন্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ২০১২ থেকে আমৃত্যু ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। এছাড়া তিনি ২০০৩ সাল থেকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।পরবর্তীতে ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।২০২০ সালের ২৮শে এপ্রিল দেশ বরেন্য প্রকৌশলী ইন্তেকাল করেন।
ড.জামিলুর রেজা চৌধুরী ১৯৬৩ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) থেকে প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৬৪ সালের সেপ্টেম্বর মাসে বার্মাশেল বৃত্তি নিয়ে চলে যান ইংল্যান্ডে। এই বৃত্তি বছরে একটাই দেয়া হতো। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি করেন, অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। থিসিসের বিষয় ছিল, কংক্রিট বিমে ফাটল। ১৯৬৮ সালে তিনি কম্পিউটার এইডেড ডিজাইন অব হাইরাইজ বিল্ডিং বিষয়ের উপর পিএইচডি করেন। ২০১০ সালের ২০শে অক্টোবর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় জামিলুর রেজা চৌধুরীকে সম্মানসূচক ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। তিনিই প্রথম বাংলাদেশী যিনি কোন ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান অর্জন করেন।

১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন বুয়েটের পুরকৌশল বিভাগে। এভাবেই তার শিক্ষকতা জীবন শুরু হল। ১৯৬৪ সালের বৃত্তি নিয়ে পড়াশুনা করতে ইংল্যান্ড যান। বিদেশের মায়া ত্যাগ করে ১৯৬৮ সালে পিএইচডি শেষ করে দেশে ফিরে তিনি আবার বুয়েটেরই সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ১৯৭৩ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৭৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০১ সাল পর্যন্ত বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে তিনি বিভাগীয় প্রধান এবং ডিন ছিলেন। বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক ছিলেন প্রায় ১০ বছর।

জামিলুর রেজা চৌধুরী শিক্ষামূলক কর্মজীবনের পাশাপাশি বাংলাদেশের ভৌত অবকাঠামোর বেশ কয়েকটি প্রকল্পে অবদান রাখেন। তিনি দেশের প্রথম দীর্ঘ সেতু, বঙ্গবন্ধু সেতুর প্রধান পরামর্শক ছিলেন। উপকূলীয় অঞ্চলের ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের মহাপরিকল্পনা প্রণয়ন করেন তিনি। জাতীয় বিল্ডিং কোড ১৯৯৩ তৈরির স্টিয়ারিং কমিটিতে তিনি ছিলেন, ছিলেন দেশের দীর্ঘতম পদ্মা বহুমুখী সেতুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ মণ্ডলীর প্রধান। তিনি প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, কর্ণফুলী নদীর সুরঙ্গ, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্পের পরামর্শক ছিলেন। জামিলুর রেজা চৌধুরী ১৯৯৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
প্রখ্যাত এই প্রকৌশলী,গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী স্যার আমাদের মাঝে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। বেঁচে থাকবেন আমাদের অনুপ্রেরণা হয়ে।স্যার এর বিদেহী আত্নার শান্তি কামনা করছি। মহান আল্লাহ পাক স্যার কে বেহেশত নসীব করুন।
আমীন।
JOIN US
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page : https://www.facebook.com/DesignIntegrityBd
Website: http://dil.com.bd
Blog: https://blog.dil.com.bd