সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন অনেকদিন থেকেই। বিল্ডিং ডেভেলপমেন্ট,পানির সুষ্ঠ ব্যাবহার,রেইন ওয়াটার হারভেস্টিং, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, পানি ও বন্যা ব্যাবস্থাপনা, প্লাম্বিং প্র‍্যাকটিস সহ পরিবেশ বিষয়ক আরো বিভিন্ন বিষয় নিয়ে গবেষনা করছেন বহু দিন থেকেই । আর এসব সেক্টরে স্যার এর রয়েছে বিভিন্ন বই ও প্রকাশনা যেগুলো বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এছাড়াও বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনসমূহে উপস্থাপিত হয়েছে অনেক বার। বলছিলাম গণ পূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজিজুল হক স্যার এর কথা।

Syed Azizul Haq, PEng

সম্প্রতি যোগ হলো আরো একটি নতুন অর্জন, ভারতের মহারাষ্ট্র পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্ট ২০১৬ এর অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের [B.E. Final Year] প্লাম্বিং ডিজাইন কোর্সে [Course: CED 441-B: Elective-II: Plumbing Engineering] প্রকৌশলী আজিজুল হক স্যারের “Plumbing Practices” বইটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্যার “Plumbing Practices” বইটি প্রকাশ করেন ২০০৬ সালে।

“Plumbing Practices” has been referred in the syllabus for B.E. Final Year, Course: CED 441-B: Elective-II: Plumbing

আজিজুল হক স্যার ১৯৮০ সালে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং এরপর ১৯৮৯ সালে বুয়েটের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে এম.এস.সি ডিগ্রি অর্জন করেন। একই সময়ে তিনি ১৯৮১ যোগ দান করেন বাংলাদেশ সরকারের গণ পূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের অধীনে কম্পিউটার সাইন্স এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।

স্যার এর ক্যারিয়ার এর বেশীর ভাগ সময় কেটেছে বাংলাদেশ সরকারের গণ পূর্ত অধিদপ্তরের প্রকৌশলী (পুর) হিসেবে। ১৯৮১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং পরবর্তী সময়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সর্বশেষ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অবসরের পর বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রকৌশলী গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ Part time faculty হিসেবে, এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টে Adjunct faculty হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি RAiN forum Bangladesh এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্যারের আরো একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে। বইটির নাম হচ্ছে “Harvesting Rainwater from Buildings” যেটা প্রকাশিত হয় থেকে  “Springer International Publishing Switzerland” থেকে ২০১৭ তে। এই বইটি পাওয়া যাচ্ছে Springer International এবং amazon.com এ।

“Plumbing Practices” Published in 2006

স্যার এর কাজ করার প্রধান ক্ষেত্র হচ্ছে :

Plumbing Work
Water Supply
Sanitation
Rainwater Harvesting
Sewage and Water treatment
Storm drainage and supervision
Waste Disposal system improvement


স্যার এর কিছু উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে :

1.Construction of Srimangal Upa-Zila Complex in 1983.
2.Structural design of 12 storey Transport Pool Building for Bangladesh Secretariat, in1986
3.Construction of Sheikh Fazilatunnesa Muzib Eye Hospital, Gopalgonj, in 2016.
4.Plumbing, Water supply and Sanitary drainage, Bangabandhu-1 Satellite Ground Station At Gazipur and Betbunia, in 2017

Water supply, Waste disposal and storm drainage design and supervision of following major projects:
1.10 storied 250 bed specialized Hospital Building at Khulna
2.18 storied Pediatric & Kidney hospital building,15 storied Academy building & 12 storied Cabin block hospital Building at B.B.M.U.
3.National Institute of Cardio Vascular Diseases hospital, Dhaka
4.National Institute of Kidney and Eurology Hospital Building & many more

Rainwater Harvesting projects:
1.20 storey Judges quarter, Kakrail, Dhaka.
2.Shadhinota Stambha complex, Dhaka

স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার টেকনোলোজির ওপর অনেকদিন থেকেই বহুমুখী গবেষণা করেছেন।২তার বহু গবেষনা বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। স্যার এর বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

স্যার এর উল্লেখযোগ্য কিছু পাবলিকেশন হচ্ছে:

  • Building Development in Bangladesh: Issues and Ways Forward 
  • Harvesting Rainwater from Buildings
  • Impact of Climate Change on the Bedey Community in Bangladesh: Issues and Ways Forward
  • CONTROLLED LAND RAISING: SUSTAINABLE OPTION FOR FLOOD RISK MANAGEMENT IN BANGLADESH
  • Building Dreams
  • Promoting Urban Rainwater Harvesting: Policy support, Gap and Initiatives; Page 41-50.
  • Construction Work Place Safety Health and Welfare; Bengali Version
  • Building regulating office: The need of the times
  • Major building fire incidences: Lessons learnt
  • Live in Dhaka or leave Dhaka: Environmental facts
  • Plumbing Practices
  • Industrial Pollution Problems in Bangladesh
  • Impact of climate change on “Sundarban s”, the largest mangrove forest: ways forward
  • & many more


স্যার এর মত এরকম মানুষ গুলো যেন বিদেশে পাড়ি না জমিয়ে দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেন সেটাই আমাদের কাম্য। স্যার এর জন্যে অনেক অনেক শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করছি ❤️❤️

Author:
Engr.Towhidul Islam

For Civil Engineering job study, practical field study & for anything about Civil Engineering join our group
Facebook Page: https://www.facebook.com/DesignIntegrityBd
Facebook Group: https://www.facebook.com/groups/CivilianStudyZone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here