Power Sector-এর সহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সুকৌশলী হতে হবে । কিভাবে অল্প সময়ে, পাওয়ার সেক্টরের সিভিল ইঞ্জিনিয়ার পদে একটা ভালো Preparation নেয়া যায় সেটাই এই ব্লগে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশে পাওয়ার সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্যে অনেক ভালো সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এদের মধ্যে আছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন বিদ্যুৎ বিতরণের সাথে জড়িত সরকারি প্রতিষ্ঠান,তেল, গ্যাস সহ বিভিন্ন জ্বালানী সম্পর্কিত প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ। এবং প্রায় সব পাওয়ার সেক্টরে একই ধরনের প্রশ্ন হয়। তাই পাওয়ার সেক্টরে চাকুরি করার ইচ্ছা থাকলে এই সেক্টরের জন্যে একটু আলাদা করে প্রিপারেশন নিতে পারেন।

পাওয়ার সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং জবঃ

পেট্রোবাংলা:

পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি। এটি বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাত করণের কাজ করে।

এই সংস্থার অধীনে ১৩ টি কোম্পানি রয়েছে। সেগুলি হল:

  1. বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানী লিমিটেড
  2. বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড
  3. সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড
  4. গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড
  5. তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড
  6. বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড
  7. জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড
  8. রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড
  9. পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানী লিমিটেড
  10. বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড
  11. মধ্যপাড়া হার্ডরক মাইনিং কোম্পানী লিমিটিড
  12. সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড
  13. কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড

বিদ্যুৎ খাত:

বিদ্যুৎ খাতের সাথে সম্পর্কিত সরকারী সংস্থার মধ্যে রয়েছে

  1. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বাংলাদেশ)।
  2. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
  3. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
  4. ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
  5. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি)
  6. পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ
  7. রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)
  8. আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড (এপিসিএল)
  9. ইলেকট্রিক জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি)
  10. নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নওপাজেকোলি)

কয়লা খাত:

  1. বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)

[বিদ্রঃ উপরের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে ক্লিক করে সেই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন]

কিভাবে প্রস্তুতি নিবেনঃ

পাওয়ার সেক্টরের সবগুলো পরীক্ষার ক্ষেত্রেই মোটামুটি তিনটি সেকশন থেকে প্রশ্ন হয়ে থাকে।

১। সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর
২। পাওয়ার সেক্টর
৩। জেনারেল

মান বন্টনঃ

সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর = ৪০-৬০ নম্বর
পাওয়ার সেক্টর = ২০-৩০
জেনারেল= ২০-৩০

সিভিল ইঞ্জিনিয়ারিং – টেকনিক্যাল :  

সিভিল ইঞ্জিনিয়ারিং অংশে ৪০-৬০ নম্বরের জন্য প্রায় ১২-১৪ টি প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রতি প্রশ্নে ৪-৫ মার্ক থাকে। এবং খুব বড় প্রশ্ন হয়না, ছোট ছোট ম্যাথ ই বেশি থাকে এবং ১/২ টা করে থিওরি থাকতে পারে।

• বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং : (Suveying+Engineering Materials) :

এই অংশ থেকে ১/২  টি প্রশ্ন থাকে। Engineering Materials এবং Surveying ও Construction Management থেকে প্রশ্ন থাকতে পারে।

Surveying:
Math from Chain and Tape corrections (Temperature correction, Pull correction, Slope correction, Sag correction, Length correction related math), Problems on Magnetic Declination (True bearing, Magnetic bearing related math), Levelling, Curvature and Refraction correction related math, Problems on Reciprocal levelling, Rise and fall method, contours (pond, hill, overhanging cliff, vertical cliff), Area and volume calculation (Trapezoidal rule, Prismoidal rule).

Engineering Materials:
Mix design math , Apparent and bulk specific gravity related math, Fineness modulus calculation, Estimation basic.

Construction Management:
Difference between CPM & PERT, CPM related Math, Steps of construction management.

• স্ট্রাকচার/ আরসিসি অংশঃ
এই অংশ থেকে ২/৩  টি প্রশ্ন থাকতে পারে।  বেসিক আর.সি.সি ডিজাইন এবং SFD,BMD,Truss  এধরনের প্রশ্নই বেশি থাকে।

এই অংশে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে।

Reinforced Concrete Design:
Beam Design & Analysis (USD and WSD method), Shear reinforcement math of beam, Tie & Spiral design of Column, Slab Design, Punching stress and effective soil pressure calculation of footing, & some basic theory.

Structural Analysis:
Shear force and bending moment diagram (SFD, BMD), Truss analysis , Influence line diagram, Bending stress and shear stress calculation, Axial deformation related math, Beam deflection calculation.

• ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং

এই অংশ থেকে ১/২ টি প্রশ্ন থাকতে পারে। সাধারনত ছোট খাট ম্যাথ গুলোর দিকে ইম্পরট্যান্স দিতে হবে।

Transportation Engineering:
Stopping sight distance and related math, PIEV theory, Overtaking sight distance and related math, Super elevation and related math theory, , ADT and AADT related math,  SMS and TMS related math, Marshal mix design curve, Difference between flexible and rigid pavements with figure

• জিওটেকনিক্যাল :
এই অংশ থেকে ২/৩ টি প্রশ্ন থাকতে পারে।

Geotechnical Engineering:

Three phase system, Unit-weight relationship math, Index properties of soils math, Particle size classification math, Unconfined aquifer & Confined aquifer math,Compression index math, coefficient of compressibility, coefficient of volume change, Settelement math, Shear strength math, Active and passive earth pressure of retaining wall related math, Bearing capacity math, pile capacity related math

• ওয়াটার রিসোর্স ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং  :   

এই অংশ থেকে ২/৩  টি প্রশ্ন থাকতে পারে। এই অংশ খুবই বড় এবং তুলনামূলক অন্য অংশের চেয়ে প্রশ্ন ও কম আসে। এজন্য খুব বেছে বেছে ইম্পরট্যান্ট টপিক গুলো পড়তে হবে।

Environmental Engineering:
Diagram of Water Supply System, BOD, COD math,theory,Bleaching powder requirement related math, Hardness related math,

Open Channel Flow:
Critical depth and related math, Mannings & Chezy equation math, Lacys theory math,  Hydraulic jump and related math, Froude number and related math, Energy equation and related math.

Fluid Mechanics:
Pressure measurement math (piezometer), Bernoulli’s equation related math, Darcy-Weisbach equation and head loss related math.

Water Supply Engineering:
Head loss related math, Power and efficiency of pumps related math, Sedimentation tank design related math

জেনারেল অংশঃ

এই অংশে মোট ২৫-৩০  নম্বরের MCQ প্রশ্ন থাকে।  এ অংশের মধ্যে থাকে

বাংলা ব্যাকরন
বাংলা সাহিত্য
বাংলাদেশ বিষয়াবলী
আন্তর্জাতিক বিষয়াবলী
ইংরেজী
মানষিক দক্ষতা
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

বিগত বছরের বিসিএস এর প্রশ্ন গুলো সমাধান করলেই অনেকাংশেই কমন পাওয়া যায়, এছাড়াও যেকোন প্রকাশনীর একটা ডাইজেস্ট পড়তে পারেন। তবে নিয়মিত চর্চা করতে হবে নাহলে মনে রাখা সম্ভব না। আর এই বিষয়গুলো যেকোন চাকুরির পরীক্ষাতেই আসে তাই জেনারেল অংশতে ইম্পরট্যান্স দিয়ে পড়তে হবে।

পাওয়ার সেক্টরঃ

এই অংশে মোট ২৫-৩০  নম্বরের MCQ প্রশ্ন থাকে।  এ অংশের মধ্যে থাকে বেসিক ইলেকট্রিকাল এর বিভিন্ন প্রশ্ন, এছাড়া বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন। বাংলাদেশের খনিজ তেল, কয়লা , বিদ্যুৎ সম্পর্কে ভালো ভাবে পড়তে হবে। এছাড়া আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে পরীক্ষা হচ্ছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে ধারনা নিয়ে যেতে হবে।
(উদাহরনঃ ধরুন আপনার পিজিসিবির পরীক্ষা সেক্ষেত্রে পিজিসিবি সম্পর্কে ভালো করে ধারনা নিয়ে যেতে হবে, একই ভাবে তিতাস গ্যাস , সিলেট গ্যাস, পিডিবি, পেট্রোবাংলা যেটার ই পরীক্ষা থাকুক সেটার ওয়েবসাইট থেকে কিংবা যেকোন বই থেকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে পড়তে হবে)।

উপরে বাংলাদেশের খনিজ সম্পদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে লিস্ট দেওয়া আছে সেখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের উইকিপিডিয়ার সাথে লিংক করা আছে। যে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান , সেই প্রতিষ্ঠানের নামে ক্লিক করলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে উইকিপিডিয়ার তথ্যগুলো পেয়ে যাবেন। সেখান থেকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে এবং বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কে একটা বিস্তর ধারনা পাবেন।

এছাড়া বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কিত আপডেটেড বিভিন্ন তথ্যগুলো পেতে নিচের দুইটি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ঈই ওয়েবসাইট গুলোতে তথ্য গুলো হালনাগাদ হয় যার কারনে আপনি পাওয়ার সেক্টর নিয়ে প্রস্তুতি নিতে গেলে এসব তথ্যগুলো থেকে পড়তে পারেন

  1. http://www.powercell.gov.bd/
  2. https://powerdivision.portal.gov.bd/


বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কে বিভিন্ন তথ্য,বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্ট সহ পাওয়ার সেক্টরের বিগত সালের প্রশ্ন সম্বলিত পিডিএফ পাবেন নিচের লিংক এ। পাওয়ার সেক্টরের জন্যে এই পিডিএফ থেকে মোটামুটি একটা গুছানো প্রিপারেশন নিতে পারবেন।
(Courtesy: পাওয়ার সেক্টরের এই ফাইলটি সংগ্রহ করা হয়েছে School of Engineers গ্রুপ থেকে)

এই পিডিএফ এ যা যা থাকছে—
–Update Information of Power Sector
— Brief note on BREB
— Brief note on Power Sector
— Important 101 Question on Power Sector
— Mega Project of Bangladesh
— Previous Question from Power Sector

Download updated information of Power Sector in Bangladesh from below Link

.


AUTHOR: 
Engr.Towhidul Islam
Upazila Assistant Engineer
LGED, Ministry of LGRD


সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং জব সার্কুলার , জব কোশ্চেন, জব সলিউশন সহ সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রস্তুতি নিয়ে আরো জানতে জয়েন করুন Civilian Study Zone গ্রুপটি তে।



.

সহকারী প্রকৌশলী (সিভিল) জব প্রিপারেশন কোর্স
সঠিক গাইডলাইন সহ, টেক্সট বই এবং বিগত সালের প্রশ্নের আলোকে গুছানো সব লেকচার নোট , বেসিক ক্লিয়ার করে শুরু থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া , এক্সামে কি ধরনের Question হতে পারে, পূর্ববর্তী প্রশ্নের এনালাইসিস ও সলিউশন, কোন এক্সাম কারা নিবে, কোন এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি সাজাতে হবে এই সবকিছুর কম্বিনেশনে 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐢𝐭𝐲 এর জব প্রস্তুতি কোর্সটি। 

কোর্সটি সম্পর্কে বিস্তারিত পাবেন নিচের লিকে
https://blog.dil.com.bd/2021/05/assistant-engr-civil/

যোগাযোগঃ 01829713900

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here