NSI বা  National Security Intelligence হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা  সংস্থা। এটি বাংলাদেশের প্রধান ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত গোয়েন্দা সংস্থা। এনএসআই বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা, কাউন্টার-ইন্টেলিজেন্স ও বৈদেশিক গোয়েন্দা সম্পর্কিত ক্ষেত্রগুলোতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে। সংস্থাটি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

কোন পদে আবেদন করবেন ?

NSI এর সহকারী পরিচালক পদটি হলো প্রথম শ্রেনীর (৯ম গ্রেড) এবং ফিল্ড অফিসার হচ্ছে ২য় শ্রেনীর (১০ম গ্রেড) এছাড়া আরো বিভিন্ন পদে নিয়োগ হয়। আবেদনের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে।

আবেনের যোগ্যতা :
এন.এস.আই তে আবেদন করতে হলে যে কোন বিষয়ে অনার্স/বি.এস.সি বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে ।

কত টি পদে আবেদন করা যায় ?
সাধারনত সহকারী পরিচালক ও ফিল্ড অফিসার এই দুইটি পদে একই দিনে পরীক্ষা হয়ে থাকে তাই যেকোন একটি পদে আবেদন করাই ভালো।

.
পরীক্ষা কবে হবে ?
গতবার বিজ্ঞপ্তি প্রকাশের পরে খুব বেশি সময় লাগে নি । তাই ধারনা করা যায় এবারো খুব বেশী দেরি হবেনা । হয়তো ১/২ মাস পরেই পরীক্ষা হতে পারে

NSI প্রস্তুতিঃ

এন.এস.আই তে তিনটি ধাপে পরীক্ষা হয়ে থাকে। যেহেতু এন.এস.আই তে অনেক বেশী আবেদন পড়ে তাই প্রথমেই প্রিলিমিনারী পরীক্ষা হয়ে থাকে।তারপর লিখিত এবং ভাইভা এই সব গুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে চুড়ান্ত ভাবে মনোনীত করা হয় ।

প্রিলিমিনারী প্রস্তুতিঃ

প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারী এর ক্ষেত্রে আলাদা ভাবে কোন সিলেবাস বা নির্দিষ্ট কোন কিছু থাকেনা

প্রিলিমিনারি মানবন্টনঃ

১) বাংলা  ১০

২) ইংরেজি ১০

৩) গনিত ১৫

৪) বাংলাদেশ বিষয়াবলী  ২০

৫) আন্তর্জাতিক বিষয়াবলী ১৫

৬) দৈনন্দিন বিজ্ঞান  ১০

৭) কম্পিউটার ১০

৮) মানসিক দক্ষতা ১০


প্রিলিমিনারির জন্য কোন সিলেবাস না থাকায়, বিসিএস নির্ভর প্রিপারেশন নিতে পারলেই ভালো , তবে যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন না তাদের ক্ষেত্রে পিএসসি নন-ক্যাডার জব এর সিলেবাস ফলো করাই ভালো । এবং এক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে বিগত সালের প্রশ্ন আগে শেষ করা। যেহেতু পরীক্ষা আই.বি.এ নিবে সেজন্য আই.বি.এ এর বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে।

এন.এস.আই এর প্রস্তুতির জন্য কোন বই পড়বেনঃ

এন.এস.আই প্রস্তুতির জন্যে বাজারে NSI প্রস্তুতি ভিত্তিক আলাদা অনেক বই পাবেন, তবে এসব বই এ খুব বেশী জোর না দিয়ে এসব বই গুলো থেকে শুধু মাত্র বিগত বছরের এন.এস.আই এর প্রশ্ন গুলো পড়ুন।এসব বই থেকে মূল প্রিপারেশন না নিয়ে, এন.এস.আই এর প্রস্তুতির জন্যা আপনাকে সময় নিয়ে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। মানবন্টন অনুযায়ী যেখানে নম্বর বেশী সে বিষয় গুলোতে বেশী জোর দিয়ে পড়ুন …

বাংলাঃ
বাংলার জন্য সলিড প্রিপারেশনের জন্যে বাংলা সাহিত্য এবং ব্যাকরন দুই দিকেই ভালো করতে হবে এজন্যে নিচের বই গুলো পড়তে পারেন

বাংলা ব্যাকরন – ৯/১০ শ্রেণীর বাংলা ব্যাকরন, অথবা অভিযাত্রী বাংলা ব্যাকরন
বাংলা সাহিত্য- লাল নীল দীপাবলি / জর্জ mp3

English:
1/ English for competitive Exam
2/ Master English

গনীতঃ
শাহীন’স ম্যাথ অথবা খাইরুল’স বেসিক ম্যাথ

বাংলাদেশ বিষয়াবলিঃ  
১/ জর্জ mp3

২/ সাম্প্রতিক বিষয়াবলি গুলোতে নজর রাখুন [সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন হয়]

আন্তর্জাতিকঃ  
১/ ওরাকল বিসিএস প্রিলিমিনার আন্তর্জাতিক বিষয়াবলি
২/ সাম্প্রতিক বিষয়াবলি গুলোতে নজর রাখুন [সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন হয়]

বিজ্ঞানঃ
যেকোন একটা বই পড়লেই হবে , ওরাকল বিজ্ঞান টা পড়তে পারেন , অনেক গুছানো এবং বিস্তারিত আছে যা রিটেন এর জন্যেও সহায়ক

কম্পিউটারঃ
যেকোন একটা বই পড়লেই হবে , mp3 Easy Computer টা পড়তে পারেন ।

লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন ????

বিগত সালগুলো তে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের কিছু দিন পরেই রিটেন পরীক্ষা হয়েছিলো। তাই যদি মনে করেন প্রিলিমিনারি ভালো হয়েছে তাহলে রিটেন এর প্রস্তুতি আগে থেকেই নিতে হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাবেন না।

কিছু সহজ প্রশ্নের পাশাপাশি দুএকটি বিশ্লেষণধর্মীও প্রশ্নও থাকে। এজন্য প্রতিটি টপিকস ভাল করে না বুঝলে লিখিত পরীক্ষায় উৎরানো কঠিন হয়ে পড়ে।

বিগত সালের প্রশ্নের আলোকে সহকারী পরিচালক লিখিত এর মানবন্টন (প্রায়)

মোট = ১০০ নম্বর

Bangla:
বাংলা অংশে পত্র লিখন, ভাবসম্প্রসারন ও বাগধারা সহ ইত্যাদি প্রশ্ন থাকে
ভাবসম্প্রসারন -১০
পত্র- ৫
বাগধারা -৫

English:
Story writting (অসম্পূর্ন গল্প কে সম্পূর্ন করা) – ১০
Letter-৫
Focus writting (About NSI) -৫

Bangladesh:

বাংলাদেশ সম্পর্কিত ইতিহাস/মুক্তিযুদ্ধ বা যেকোন বিষয় থেকে প্রশ্ন থাকতে পারে
২/৩ টি প্রশ্নে – ২৫-৩০

আন্তর্জাতিক :
আন্তর্জাতিক ইস্যু থেকে ছোট ছোট কিছু প্রশ্ন থাকতে পারে
২/৩ টি প্রশ্ন – ৮-১০

গনীত :
২ টি প্রশ্ন – ১৬

২০১৯ সালের লিখিত পরীক্ষার প্রশ্ন
মোট – ১০০ নম্বর

বাংলাঃ
১/ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ছোট ভাইকে পত্র লিখুন
২/ ভাবসম্প্রসারন করুন
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

৩/ বাগধারা – ৫টি

ইংরেজীঃ
Passage : The Railroad…………….
Why do you want to join NSI ? (100 words)
Letter : About winter season in Bangladesh

বাংলাদেশঃ
১/ মুক্তিযুদ্ধে সহস্র বাহিনীর ভূমিকা
২/ রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তা লিখুন এবং রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরূপ প্রতিক্রিয়া লিখু
৩/ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে করনীয় কি ?
৪/ রোহিঙ্গা প্রত্যাবাসনে করনীয়

গনীতঃ
পাটিগণিত – ১ টা প্রশ্ন
বীজগনীত – ১টা প্রশ্ন

AUTHOR: 
Engr.Towhidul Islam
Upazila Assistant Engineer (Civil)
Local Government Engineering Department (LGED)
Ministry of Local Government, Rural Development & Co-operatives


JOIN US
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page :
https://www.facebook.com/DesignIntegrityBd

Website: http://dil.com.bd
Blog:
https://blog.dil.com.bd

1 COMMENT

  1. […] সম্পূর্ন প্রস্তুতি নিইয়ে জানতে এখানে… সম্পূর্ন প্রস্তুতি নিয়ে জানতে এখানে ক্লিক করুন সম্পূর্ন প্রস্তুতি নিয়ে পড়তে এখানে ক্লিক করুন […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here