এখানে এগ্রিগেট বলতে কোর্স এগ্রিগেট কে বোঝানো হয়েছে, পরবর্তী পোস্টে ফাইন এগ্রিগেট নিয়ে আলোচনা করা হবে।
এগ্রিগেট কংক্রিট এর অনেক বৈশিষ্ট্য কে প্রভাবিত করতে পারে, যেমন কংক্রিট এ পানির পরিমান, ওয়ার্কেবেলিটি, কংক্রিট এর স্ট্রেন্থ , ডেনসিটি, স্থায়িত্ব, সারফেস ফিনিশিং, কংক্রিট কালার ইত্যাদি অনেক বিষয় ই এগ্রিগেট এর উপর নির্ভরশীল।
এগ্রিগেট দুই ধরনের হতে পারে।
১/ প্রাকৃতিক
২/ প্রক্রিয়াজাতকৃত
প্রাকৃতিক:
প্রাকৃতিকভাবে প্রাপ্ত এগ্রিগেট অনেক ধরনের উপাদান থেকে গৃহীত হয়,এর মধ্যে রয়েছে basalt, granite, limestone, quartzite, gabbro or schist rock ইত্যাদি। এর মধ্যে প্রধানত হচ্ছে igneous (granite or basalt) or sedimentary (limestone) rock. কংক্রিটের জন্য সবগুলোই ব্যাবহার হতে পারে যদি তাদের ওয়েদারিং এবং অন্যান্য প্রপার্টিস ঠিক থাকে।
এগ্রিগেট কিভাবে বাছাই করবেন ?
এগ্রিগেট বাছাই এর ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা আসে প্রাপ্যতা, কারন লোকাল ভাবে প্রাপ্ত ম্যাটেরিয়ালস হলে খরচ অনেক কমে আসবে। এরপর আসে ম্যাটেরিয়ালস এর বিভিন্ন বৈশিষ্ট্য ,নিচে বিভিন্ন বৈশিষ্ট্য গুলো নিয়ে আলোচনা করা হল।
SURFACE TEXTURE
এগ্রিগেট এর surface texture কংক্রিট এর মধ্যে সিমেন্ট এবং এগ্রিগেট এর বন্ডিং কে প্রভাবিত করে। স্মুথ সারফেস এর এগ্রিগেট (গ্র্যাভেল) এর বন্ডিং দূর্বল হয়। Crushed এগ্রিগেট এর সারফেস rough হয় যার কারনে সিমেন্টের সাথে ভালো বন্ডিং হয়। স্মুথ সারফেস এর গ্র্যাভেল ও ব্যাবহার করা যাবে, বন্ডিং এর জন্যে স্ট্রেন্থ এ খুব বেশী এফেক্ট হয়না তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ম্যাটেরিয়ালস পরিষ্কার, ও ভালো ভাবে ওয়াশ করা থাকে।
SHAPE OF AGGREGATE
এগ্রিগেট এর সাইজ অনেক রকম হতে পারে এবং প্রত্যেক ক্ষেত্রেই আলাদা আলাদা প্রপার্টি থাকে। এগ্রিগেট এর বিভিন্ন রকম শেপ এর মধ্যে আছে Rounded, Irregular rounded, Cubical, Flaky angular, Elongated, Flaky elongated.
Rounded
Rounded shape এর এগ্রিগেট এর ক্ষেত্রে সারফেস এরিয়া সবচেয়ে কম থাকে। এক্ষেত্রে অন্যান্য শেপেরে এগ্রিগেট এর চেয়ে সিমেন্ট পেস্ট কম প্রয়োজন হয়। Rounded shape এর এগ্রিগেট এর এগ্রিগেট ব্যাবহারে যে কংক্রিট তৈরি হবে এই ধরনের কংক্রিটের ওয়ার্কেবিলিটি বেশী হবে
Flaky
Flakey Shape এর এগ্রিগেট বলা হয় যার least dimension (সর্বনিম্ন) তার mean dimension (গড়) এর চেয়ে ৩/৫ গুন ছোট হবে।
যেমন- কোন এগ্রিগেট যদি ৪০ মিমি seive দিয়ে পাস করে এবং ২০ মিমি seive এ রিটেইন করে তাহলে গড়=(৪০+২০)/২=৩০ মিমি , এর ৩/৫ ভাগ = ৩/৫ x ৩০ = ১৮ মিমি । তাহলে এর সর্বনিম্ন ডাইমেনশন যদি ১৮ মিমি এর কম হয় তাহলে সেটা flaky
Elongated
Elongated এগ্রিগেট হচ্ছে যে এগ্রিগেট এর দৈর্ঘ্য এর গড় ডাইমেনশনের চেয়ে ১.৮ গুন বেশী হয়।
Flaky এবং Elongated এগ্রিগেট ব্যাবহারের ফলে কংক্রিটে সেগ্রিগেশন, খারাপ ফিনিশিং, সাধারনের চেয়ে বেশী সিমেন্ট ও ফাইন এগ্রিগেট প্রয়োজন হয়। সাধারন্ত Rounded,Irregular Rounded এবং cubical shape এর এগ্রিগেট ব্যাবহার করাই ভালো
SIZE OF AGGREGATES
সাধারন কাজের ক্ষেত্রে ২০ মিমি. সাইজের এগ্রিগেট ব্যাবহারের জন্যে উপযোগী। তবে ৪০ মিমি থেকে ১০ মিমি সাইজ পর্যন্ত কাজের প্রয়োজন অনুসারে ব্যাবহার করা যায়।
এছাড়া বিম, কলাম ইত্যাদি কাজের ক্ষেত্রে বার টু বার স্পেসিং / মিনিমাম ক্লিয়ার কভার থেকে ৫ মিমি ছোট সাইজের এগ্রিগেট ব্যাবহার করতে হবে।
AGGREGATE QUALITY
১/এগ্রিগেট hard, strong, dense, durable হতে হবে
২/ পরিষ্কার এবং সল্ট/কন্টামিনেশন মুক্ত হতে হবে
৩/Flaky এবং Elongated এগ্রিগেট পরিহার করতে হবে
৪/ক্লে/ডাস্ট থাকে যাবেনা তাহলে কংক্রিট দূর্বল হয়ে যায়
Aggregate Crushing Value (ACV)
সাধারন কংক্রিট – ৪৫% এর বেশী হতে পারবেনা
রানওয়ে,রোড,পেভমেন্ট-৩০% এর বেশী হতে পারবেনা
Aggregate Impact Value (AIV)
সাধারন কংক্রিট – ৪৫% এর বেশী হতে পারবেনা
রানওয়ে,রোড,পেভমেন্ট-৩০% এর বেশী হতে পারবেনা
Specific Gravity (G)
২.৪-২.৯
DESIGN INTEGRITY
Facebook Page: https://www.facebook.com/DesignIntegrityBd
Facebook group: https://www.facebook.com/groups/CivilianStudyZone
Good