PHC পাইল কি
PHC pile হচ্ছে Prestressed High Strength Concrete Pile বা সংক্ষেপে PHC Pile
এই পি.এইচ.সি পাইল এর ব্যাবহার নিয়ে সর্বপ্রথম গবেষণাশুরু হয় ৭০ এর দশকে জাপানে। পরবর্তীতে জাপান, কোরিয়া সহ কয়েকটি উন্নত দেশে বিস্তর গবেষণার পর ১৯৯২ সালে জাপান এর বাণিজ্যিকীকরণে সফল হয়েছিল।
উন্নত দেশগুলো যেমনঃ জাপান,জার্মানি,ইউ.এস.এ,ইউ.কে,ইতালি,ফ্রান্স সহ অনেক উন্নত দেশে এর ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়, এছাড়াও আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে চায়না,কোরিয়া,থাইল্যান্ড, ভিয়েতনাম,মালয়শিয়া,সিংগাপুরেও এর ব্যাবহার হচ্ছে বিপুল ভাবে।
উন্নত দেশগুলোতে এর ব্যাবহার শুরু হলেও আমাদের দেশে খুব একটা পরিচিত না এই ধরনের টেকনোলজি। যদিও আমাদের দেশেও কিছু মেগাপ্রজেক্টে এইধরনের পাইলের ব্যাবহার দেখা যায়।
বাংলাদেশে সর্বপ্রথম এর ব্যবহার শুরু হয় ২০১৯ সালে Patenga Container Terminal এ। এই প্রজেক্টের জন্য চীনের CCCC এর মাধ্যমে মালয়েশিয়া থেকে ইমপোর্ট করা হয় PHC pile । তবে বর্তমানে বাংলাদেশের কিছু কোম্পানী ২০১৯ সাল থেকে PHC Pile তৈরি সহ বিভিন্ন প্রজেক্টে PHC পাইল বিক্রয় করে আসছে।
PHC Pile কি?
The prestressed high strength concrete বা PHC piles হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন প্রিস্ট্রেসড কংক্রিট পাইল।
যে ধরনের ফাউন্ডেশন এ শুধুমাত্র ভার্টিকাল লোড ই থাকেনা, বরং ভার্টিকাল লোডের সাথে সাথে Earthquake কিংবা অন্য যেকোন কারনে সৃষ্ট horizontal লোড ও একটিভ থাকে সেসব ক্ষেত্রে PHC পাইল ব্যাবহার হয়।
অর্থাৎ উচ্চক্ষমতা সম্পন্ন এই পাইলের বিয়ারিং ক্যাপাসিটি এমন হতে হবে যেন vertical & horizontal উভয় ধরনের বহন করতে পারে।
কোথায় PHC পাইল ব্যাবহার হয়?
PHC পাইল সাধারনত লং স্প্যান ব্রিজ, পোর্ট, টার্মিনাল, উইন্ড টারবাইন, রিভার ক্রসিং, হাইস্পিড রেলওয়ে ইত্যাদি মেগা স্ট্রাকচারে ব্যাবহার হয়। এছাড়াও চায়নাতে অনেক হাই-রাইজ বিল্ডিং এ PHC পাইল ব্যাবহার হয়।
সুবিধা:
১/ হাই লোডিং ক্যাপাসিটি
২/বিভিন্ন ধরনের স্ট্রাকচারে ব্যাবহার করা যাবে
৩/বিভিন্ন ধরনের গ্রাউন্ড কন্ডিশন এ ব্যাবহার করা যায়
৪/রেপিড কনস্ট্রাকশন, শর্ট কনস্ট্রাকশন পিরিয়ড
৫/লো কনস্ট্রাকশন কস্ট
৬/ সল্প জায়াগায় কনস্ট্রাকশন যোগ্য
৭/ হাই ইফিসিয়েন্সি
৮/PHC পাইল সাধারনত ফ্যাক্টরিতে তৈরি হয় যার ফলে এর হাই-কোয়ালিটি নিয়ন্ত্রন করা সম্ভব, অন্যথায় সাধারন বোরড পাইল যেহেতু সাইটে তৈরি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিটি মেন্টেইন করা অনেক কষ্টসাধ্য।
বিভিন্ন ধরনের PHC পাইল :
Knotted pile
straight pile
extended node pile (medium diameter of extended head portion) / extended straight pile
thick head knotted পিলে
স্পেসিফিকেশন :
পাইল লেনথ ৪-১৮/২০ মিটার
পাইল ডায়ামিটার ৩০০-১২০০ মিমি
ম্যাটেরিয়ালস স্ট্রেন্থ :
কংক্রিট পাইল :
Compressive strength 105.0 N / mm2
Tensile strength 5.5 N / mm2
Bending tensile strength 7.0 N / mm2
Young’s modulus 40,000 N / mm2
স্টিল পাইল :
Young’s modulus 200,000 N / mm2
FB Page:
https://www.facebook.com/DesignIntegrityBD
FB group :
https://www.facebook.com/groups/CivilianStudyZone
https://www.facebook.com/groups/CivilianStudyZone