নির্মাণ কাজ চলাকালীন সময় বৃষ্টি হলে বৃষ্টির পানির কারণে পানি ও সিমেন্টের অনুপাতের হার কোনো ভাবেই বজায় রাখা যায় না.. যদি এটা বজায় রাখা যায়ও তদুপরি বৃষ্টির পানির ফলে সিমেন্ট ভেসে যায় এবং কংক্রিটের গুণগত মান নষ্ট হয় ও কংক্রিটের কাঙ্ক্ষিত শক্তি পাওয়া যায় না এবং কংক্রিট এর স্থায়ীত্ব ও বেশি হয় না.. যার দরুন ঢালাই সারফেস এ ক্রেকিং, লেটেন্স, ডাস্টিং, হানিকম্ব ইত্যাদি দেখা দেয়.. যা আপনার স্থাপনার জন্য ক্ষতিকর..
করণীয়:
#এমন অবস্থা এড়ানোর জন্য বৃষ্টির সময় অবশ্যই ঢালাই বন্ধ রাখতে হবে
#বেজমেন্ট এর কাজের সময় পুরো জায়গাটি ত্রিপোলি দিয়ে ঢেকে কাজ করতে হব
৩ #নির্মাণ কাজে ব্যবহৃত সিমেন্ট ব্যাগ বৃষ্টির পানি থেকে দূরে রাখতে হবে। ঘরের ভিতর রাখলেও পাটাতনের উপর এবং দেয়াল থেকে ১০”-১২” দূরে ব্যাগ রাখা উচিত
#ইটের গাথুনি ও প্লাস্টার করার সময়ও বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে যেন বৃষ্টির পানি দেয়ালে না লাগে
#ঢালাইয়ের মাঝখানে বৃষ্টি শুরু হলে ঢালাই বন্ধ করতে হবে এবং এক ঘন্টার বেশি সময় অতিবাহিত হলে পূর্বের মিশ্ৰিত মালামাল ফেলে দিয়ে নতুন ভাবে মিশ্ৰিত মালামাল ব্যবহার করতে হবে
#নির্মাণ শ্রমিক ও সাইট এ কর্মরত সবাইকে সেফটি পোশাক পরিধান করা উচিত, যেমন – গাম বুট, রেইন কোট ইত্যাদি.. বৃষ্টির সময় ইলেকট্রিক লাইন ও মেশিন ভালোভাবে চেক করা উচিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here