সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকে Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে চিন্তায় পড়ে যান। মনে করেন সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা তো নয়ই বরং কোন কথার পর্যায়েই পড়ে না। রিপোর্ট মানে হচ্ছে Information. এখন Information অনুযায়ী Foundation কী হবে তা ঠিক করবেন একজন Geo technical Engineer…
SPT N- Value

 খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা….
✔️ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✔️ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✔️ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✔️ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✔️ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✔️ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে ?
✔️ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✔️ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✔️
৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES
Civil Engineer দের জন্যে খুবই ইম্পরট্যান্ট তথ্য ,শেয়ার করে রাখুন ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here