” সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত প্রস্তুতি ও প্রশ্ন এনালাইসিস সহ ভাইভা ও ISSB প্রিপারেশন”
বাংলাদেশ সেনাবাহিনী তে যোগদান করা যায় দুইভাবে, এইচ.এস.সি শেষ এর পর যে কোর্সের মাধ্যমে আপনি অফিসার হিসেবে কমিশন পাবেন, সেটি হচ্ছে BMA LONG COURSE। আর স্নাতকের পর যোগদান করা যায় BMA SPECIAL/SHORT COURSE।
বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করা যায়, ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থেকে BMA SHORT COURSE এ যোগদান করার মাধ্যমে। এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করেছেন তাদের ইঞ্জিনিয়ারিং কোরে Bangladesh Army এর Captain পদে নিয়োগ হয়ে থাকে। প্রায় প্রতিবছর দুই বার এই নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে।
নাম শুনেই ধারণা করা যায়, প্রথম কোর্সটি দীর্ঘমেয়াদী এবং দ্বিতীয় কোর্সটি স্বল্পমেয়াদী। আবেদনের ক্ষেত্রে কিছু (যেমনঃ বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি) ভিন্নতা ছাড়া দুই কোর্সে নিয়োগ প্রক্রিয়া প্রায় একই। যেহেতু আমরা শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কনসার্ন তাই শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কিভাবে প্রিপারেশন নিবেন সে সম্পর্কে বিস্তারিত বলছি।
সাধারনত আবেদনের পর বি.এম.এ কোর্সে সুযোগ পেতে বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। দেখুন ধাপগুলোর বিস্তারিত প্রস্তুতি কিভাবে নিবেন।
১/লিখিত (সিভিল ইঞ্জিনিয়ারিং)
২/প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার
৩/ISSB
.
সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত পরীক্ষা :
✅ Total Mark-100
✅ Total Question -10 ( 10 marks)
✅ Time-1 hour
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে ১০০ মার্কের লিখিত পরীক্ষা হয়। কোন নন-টেকনিক্যাল পার্ট থাকেনা, সম্পূর্ন সিভিল থেকেই ১০০ নাম্বার এর প্রশ্ন থাকে। আগে অনেক রিটেন টাইপ প্রশ্ন করলেও, রিসেন্ট এক্সাম গুলোতে ম্যাথ বেশী থাকে আর কিছু রিটেন টাইপ কোশ্চেন থাকে। মোটামুটি ৮০/২০ রেশিও হতে পারে।
বুয়েট/MIST প্যাটার্ন এর প্রিপারেশন থাকলে আর বেশি কিছু দেখার দরকার হয়না, ওই প্রিপারেশন ই যথেষ্ট। . আগের কিছু কোশ্চেন এনালাইসিস করলে দেখা যায় মোটামুটি সব পার্ট থেকেই ১/২ টা প্রশ্ন থাকে তবে এক্ষেত্রে এগিয়ে রাখতে পারেন ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস থেকে স্টিল/আর.সি.সি একটা এস্টিমেট থাকে সিম্পল টাইপের
মার্ক ডিস্ট্রিবিউশন কম/বেশী এরকম হয়ে থাকে….
✅ Engineering Materials-15-20
✅ Surveying-10 (অনেক সময় থাকেনা)
✅ Rcc/Structure -20
✅ WRE & Environmental Engineering-15-20
✅ Geotechnical Engineering-10-15
✅ Transport Engineering-10-15
.
সিভিল ইঞ্জিনিয়ারিং লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্ন :
সাধারনত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর (সিভিল) এর লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়ে দেওয়া হয়না, এজন্য সব প্রশ্ন পাওয়া যায়না।তবে বিগত সালের কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছিলাম যখন আমরা নিজেরা পরীক্ষা দেই এবং প্রশ্ন বিভিন্ন গ্রুপ সংগ্রহ করা গিয়েছে সেগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করে পড়তে পারবেন। এতে করে প্রশ্নের ধরন ও বুঝতে পারবেন এবং কিছু প্রশ্ন কমন ও পেতে পারেন।
.
.
.
.
.
.
.
.
সিভিল ইঞ্জিনিয়ারিং – টেকনিক্যাল কি কি পড়বেন ??
1.Basic Civil Engineering: (Suveying+Engineering Materials):
এই অংশ থেকে ২০ নম্বরের মত থাকতে পারে। Engineering Materials থেকে ১-২ টি প্রশ্ন এবং Surveying থেকে ও Construction Management থেকে ১ টি প্রশ্ন থাকতে পারে। কনসেপ্ট বেসড ছোট ম্যাথ ও থিওরি থাকতে পারে
Engineering Materials:
Properties of different Materials,
Properties of different Materials
Composition & filed test of bricks
Constitutions & laboratory test of cement, hydration of cement, difference between OPC & PCC cement.
Fine aggregate, course aggregate & grading of cement.
Water cement ratio of concrete, Workability of concrete, Curing of concrete
Setting time of concrete, initial & final setting time.
Segregation & bleeding of concrete
Slump test, different types of slump
Bulk specific gravity & apparent specific gravity related problem
Materials quantity calculation related math
Estimation related math
.
Surveying:
Objectives & uses of surveying
Errors and mistake in chaining
Chain survey, Correction of chain survey related problem
True bearing & Magnetic bearing related problem
Finding angles for closed and open travers
Curvature correction and refraction correction related problem
Leveling, reciprocal leveling related problem.
Contour map, characteristics and benefits of contour
Area and volume calculation related problem.
.
Management:
CPM & PERT Method difference
Critical path method calculation related problem
2.Structural Analysis & Design:
এই অংশ থেকে ২০ নম্বরের মত থাকতে পারে। কনসেপ্ট বেসড ম্যাথ ও থিওরি থাকতে পারে
Structural Analysis:
SFD & BMD draw related problem.
Truss analysis related problem
Influence line draw related problem
Deflection calculation by moment area method.
Moment of inertia related problem.
Bending stress and shear stress related problem
Reinforced Concrete Design:
Assumptions in beam design, balanced strain condition, Maximum and minimum reinforcement ratio.
Beam analysis and design related problem
Column design related problem
Different types of foundation
Difference between one way and two slab design, corner reinforcement
One way slab design and analysis related problem
Basic guideline, codes & theory of RCC design
3.Transportation Engineering
এই অংশ থেকে ১/২ টি প্রশ্ন থাকতে পারে। ছোট ম্যাথ বা থিওরি থাকতে পারে
Transportation Engineering:
Basic theory of Traffic Engineering and pavement
Stopping sight distance and related math
PIEV theory|
Super elevation and related math theory
ADT and AADT related math
SMS and TMS related math
Marshal mix design curve
Difference between flexible and rigid pavements with figure
Angularity number related problem
4.Geotechnical & Foundation Engineering
এই অংশ থেকে ২/৩ টি প্রশ্ন থাকতে পারে। সাধারনত ছোট খাট ম্যাথ গুলোর দিকে ইম্পরট্যান্স দিতে হবে।
Geotechnical Engineering:
Three phase system
Unit-weight relationship math
Index properties of soils math
Particle size classification math
Unconfined aquifer & Confined aquifer math
Compression index math
coefficient of compressibility
coefficient of volume change
Settelement math
Shear strength math
Active and passive earth pressure of retaining wall related math
Bearing capacity math
pile capacity related math
Types of Foundation with details
Standard Test of Geotechnical Engineering
Difference between CPT & SPT
5.Environmental & Water Resource Engineering
এই অংশ থেকে ২/৩ টি প্রশ্ন থাকতে পারে। এই অংশ খুবই বড় এবং তুলনামূলক অন্য অংশের চেয়ে প্রশ্ন ও কম আসে। এজন্য খুব বেছে বেছে ইম্পরট্যান্ট টপিক গুলো পড়তে হবে। খুব বেশী ডিটেইলস পড়ার প্রয়োজন নেই
Hydrology:
Rain gauge stations math
Index and W – index related math
Hydrograph theory math
Environmental Engineering:
Diagram of Water Supply System
BOD, COD math,theory
Bleaching powder requirement related math
Open Channel Flow:
Critical depth and related math
Mannings & Chezy equation math
Lacys theory math
Hydraulic jump and related math
Froude number and related math
Energy equation and related math.
Fluid Mechanics:
Pressure measurement math (piezometer)
Bernoulli’s equation related math
Darcy-Weisbach equation and head loss related math.
Irrigation Engineering:
SAR related math
Duty and delta of crop math
Water Application efficiency & storage efficiency related math
Water Supply Engineering:
Head loss related math
Power and efficiency of pumps related math
.
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার :
রিটেন পাশ করলে,প্রাথমিক কল-আপ লেটারে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ থাকবে। আপনাকে সেই রিপোর্টিং টাইমে উপস্থিত থাকতে হবে। একই দিনে এই দুটি পরীক্ষা নেওয়া হয়।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা, ওজনসহ প্রাথমিক কিছু বিষয় দেখা হয়। আর সাক্ষাৎকারে নাম, ঠিকানা, বাবা-মা’র নাম ও পেশা, ভাই-বোনদের নাম ও পেশা, পরিবারের কেউ সামরিক বাহিনীতে আছেন কিনা, কেন সেনাবাহিনীতে আসতে চান ইত্যাদি প্রশ্ন সাধারণত করা হয়। এছাড়া কিছু জেনারেল নলেজ থেকে প্রশ্ন করবে, আর টেকনিক্যাল থেকে খুটিনাটি প্রশ্ন থাকে। ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেয়াটা ভালো। তাই ফ্লুয়েন্টলি ইংরেজি বলার অভ্যাস থাকাটা জরুরী। আর হ্যাঁ, অবশ্যই ফর্মাল পোশাকে যাবেন।
.
ISSB ~ Inter Services Selection Board:
ISSB ধাপটি হলো সেনা অফিসার হিসেবে যোগ দেওয়ার সবচেয়ে কঠিন ধাপ। মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, বিচারবোধ, উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা ক্ষমতা, নেতৃত্বের দক্ষতা, শারীরিক দক্ষতা ইত্যাদি দেখা হয় এ পরীক্ষায়। সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এখানেই বাদ পড়ে।
ISSB সাধারণত চারদিন হয়ে থাকে। চলুন, দেখে নেওয়া যাক-এই চারদিন কী কী হয়ে থাকে –
প্রথম দিন :
সাধারণভাবে সকাল সাড়ে ৭টার মধ্যে প্রার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হয়। প্রথমেই বুদ্ধিমত্তা (I.Q) পরীক্ষা হয়। এ পরীক্ষার দুটি অংশ থাকে-ভাষাগত ও ইন্দ্রিয়গ্রাহ্য। ভাষাগত (VERBAL) পরীক্ষায় ১০০টি প্রশ্নের জন্য ৩৫ মিনিট ও ইন্দ্রিয়গ্রাহ্য (NON-VERBAL) পরীক্ষায় ৩৮টি প্রশ্নের জন্য ৩৫ মিনিট সময় দেওয়া হয়। বুদ্ধিমত্তা পরীক্ষার পর প্রার্থীকে পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্টে (পিপিডিটি) অংশ নিতে হয়। ছবি দেখে ইংরেজিতে একটি গল্প লিখতে হয় এবং এর পক্ষে যুক্তি উপস্থাপন করতে হয় এ পরীক্ষায়। এ দুই পরীক্ষার ওপর ভিত্তি করে ফল ঘোষণা করা হয়। যারা উত্তীর্ণ হতে পারে না, তাদের বিদায় নিতে হয়। টিকে যাওয়া প্রার্থীদের মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হয়। এখানে থাকে বাংলা ও ইংরেজি বাক্য রচনা, বাক্য সম্পূর্ণকরণ, ছবি দেখে গল্প লিখন, অসম্পূর্ণ গল্প সম্পূর্ণকরণ ও আত্মসমালোচনা। এরপর প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর বাংলা ও ইংরেজিতে রচনা লিখতে হয়। এর মাধ্যমে শেষ হয় প্রথম দিনের পরীক্ষা।
দ্বিতীয় দিন :
এ দিন কোনো লিখিত পরীক্ষা নেই। প্রার্থীকে নির্দিষ্ট বিষয়ের ওপর বাংলা ও ইংরেজিতে দলগত আলোচনা, বক্তৃতা, শারীরিক সামর্থ্যের পরীক্ষায় অংশ নিতে হয়। এরপর একজন ডেপুটি প্রেসিডেন্টের কাছে দিতে হয় মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষা প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেপুটি প্রেসিডেন্ট এই মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীর সাহস, আত্মবিশ্বাস, তাৎক্ষণিক বুদ্ধি ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করে থাকেন।
তৃতীয় দিন :
এ দিন প্রার্থীকে প্ল্যানিং ও কমান্ড টেস্টে অংশ নিতে হয়। এ দুটি পরীক্ষায় প্রার্থীর নেতৃত্ব ও পরিকল্পনার দক্ষতা সম্পর্কে যাচাই করা হয়। #চতুর্থ দিন চতুর্থ দিন ফল ঘোষণা করা হয়। সাধারণত দুপুর ১২টার পর নিজ নিজ গ্রুপের ডেপুটি প্রেসিডেন্ট ফল ঘোষণা করেন। যারা উত্তীর্ণ হয় তাদের গ্রিনকার্ড দেওয়া হয়। আর যারা উত্তীর্ণ হতে পারে না, তাদের দেওয়া হয় রেড কার্ড।
.
লেখাঃ
মোঃ তৌহিদুল ইসলাম
উপজেলা সহকারী প্রকৌশলী
এল.জি.ই.ডি
.
সহকারী প্রকৌশলী (সিভিল) জব প্রিপারেশন কোর্স
সঠিক গাইডলাইন সহ, টেক্সট বই এবং বিগত সালের প্রশ্নের আলোকে গুছানো সব লেকচার নোট , বেসিক ক্লিয়ার করে শুরু থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া , এক্সামে কি ধরনের Question হতে পারে, পূর্ববর্তী প্রশ্নের এনালাইসিস ও সলিউশন, কোন এক্সাম কারা নিবে, কোন এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি সাজাতে হবে এই সবকিছুর কম্বিনেশনে 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐢𝐭𝐲 এর জব প্রস্তুতি কোর্সটি।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত পাবেন নিচের লিকে
https://blog.dil.com.bd/2021/05/assistant-engr-civil/
যোগাযোগঃ 01829713900