1. BPSC – Bangladesh Public Service Commission Pattern
BPSC কর্তৃক বিসিএস পরীক্ষার নাধ্যমে নিয়োগঃ
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক গৃহীত বিসিএস পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সিভিল ইঞ্জিনিয়ার ক্যাডার ও নন-ক্যাডার পদে প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয় । সিভিল ইঞ্জিনিয়ার দের জন্য সাধারনত যে পদ গুলোতে সবাই আবেদন করতে পারে সেগুলো ছাড়াও রয়েছে কিছু টেকনিক্যাল ক্যাডার যার মধ্যে আছে Public Works Department (PWD), Roads and Highways Department (RHD), Department of Public Health Engineering (DPHE), Bangladesh Railway সহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ইনস্ট্রাকটর এর পদ। আবার বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পদে নিয়োগ করা হয়ে থাকে যার মধ্যে আছে Local Government Engineering Department (LGED), Health Engineering Department ( HED ), Education Engineering Department (EED) সহ আরো কিছু সরকারি বিভিন্ন মন্ত্রণালয়
এক্সাম প্যাটার্নঃ
☑️ প্রিলিমিনারিপাশকৃত পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা হয়
BPSC কর্তৃক সরাসরি পরীক্ষার নাধ্যমে নিয়োগঃ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) প্রজাতন্ত্রের কর্মে নন-ক্যাডার পদে প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হিসেবে সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা হয়ে থাকে। এসব নিয়োগের মধ্যে উল্লেখযোগ্য হলো Local Government Engineering Department (LGED), Health Engineering Department ( HED ), Education Engineering Department (EED) সহ আরো কিছু সরকারি মন্ত্রণালয়ে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ।
এক্সাম প্যাটার্নঃ
পিএসসি সরাসরি নিয়োগ পরীক্ষায় সাধারণত মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া (প্রিলি,লিখিত,ভাইভা) হয় এবং তুলনামূলকভাবে সময় কম লাগে।
☑️ প্রিলিমিনারিপাশকৃত পরীক্ষার্থীদের দের নিয়ে ২০০ নম্বরের রিটেন পরীক্ষা হয়, আর যদি ১০০০ এর কম পরীক্ষার্থী হয় তাহলে সরাসরি রিটেন হয় ২০০ নম্বর এর
BPSC কর্তৃক সরাসরি পরীক্ষার নাধ্যমে গৃহীত প্রিলিমিনারি এক্সামের প্যাটার্নঃ

BPSC কর্তৃক সরাসরি পরীক্ষার নাধ্যমে গৃহীত প্রিলিমিনারি এক্সামের প্যাটার্নঃ

BPSC কর্তৃক সরাসরি পরীক্ষার নাধ্যমে গৃহীত প্রিলিমিনারি এক্সামের প্যাটার্নঃ

2. BUET pattern
এক্সাম প্যাটার্নঃ
বুয়েট প্যাটার্নে সাধারনত ৮০-১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে
☑️ টেকনিক্যাল = ৭০%-৮০% মার্কস (লিখিত)
☑️ নন টেকনিক্যাল = ২০%-৩০% মার্কস(MCQ)

3. MIST ~ Military Institute of Science & Tech
বাংলাদেশ আর্মির অধীনস্থ কিছু অর্গানাইজেশন সহ আরো কিছু প্রতিষ্ঠান এর এক্সাম নেয় MIST,যেমনঃ MES, Bangladesh Army। আগে থিওরেটিক্যাল প্রশ্নের দিকে বেশী জোর দিলেও বর্তমানে অনেকটা বুয়েটের আদলেই প্রশ্ন করে থাকে MIST.
এক্সাম প্যাটার্নঃ
মোট ১০০ নম্বর এর প্রশ্ন হয়ে থাকে ।
☑️ ডিপার্টমেন্ট -৬০%-৭০% লিখিত(থিউরি+ম্যাথ)
☑️ নন ডিপার্টমেন্ট -৩০%-৪০% লিখিত/ এক কথায় উত্তর/MCQ
4. IBA ~ The Institute of Business Administration
ঢাকা ইউনিভার্সিটির অধীনস্থ একটি ডিপার্টম্যান্ট হচ্ছে IBA, বর্তমানে অনেক ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ই IBA এর মাধ্যমে নেয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে প্রিপারেশন নিতে হবে IBA যেভাবে পরীক্ষা নেয় সেই প্যাটার্ন এ।
1/ BIWTA
2/ BIRTAN
3/ BADC (পূর্বে সব পরীক্ষা IBA নিলেও সর্বশেষ BUET নিয়েছিলো)
4/ BBA- Bangladesh Bridge Authority
5/Rajuk ( ১ বার MIST নিয়েছিলো,এবার IBA/BUET নিতে পারে)
6/BSCIC
7/ এছাড়াও কিছু প্রজেক্ট জব সহ আরো কিছু প্রতিষ্ঠানের জব এক্সাম আইবিএ নিয়ে থাকে
এক্সাম প্যাটার্নঃ
মোট ৮০/১০০ নম্বর এর প্রশ্ন হয়ে থাকে ।
☑️ ডিপার্টমেন্টাল পার্ট -৫০ MCQ
☑️ নন ডিপার্টমেন্ট -৩০-৫০ MCQ

5 .AUST ~ Ahsanullah University of Engg & Tech
এক্সাম প্যাটার্নঃ
☑️ সাধারণত ১০০ নম্বর এর প্রিলিমিনারি পরীক্ষা হয়
☑️ প্রিলি পাশকৃত দের নিয়ে ২০০ নম্বরের রিটেন পরীক্ষা হয়, আর যদি ১০০০ এর কম পরীক্ষার্থী হয় তাহলে সরাসরি রিটেন হয় ২০০ নম্বর এর
জব প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে প্রেফারড জব সেক্টরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া । আপনাকে আগে শিউর হতে হবে আপনি কোন সেক্টরের প্রস্তুতি নিতে চান,কোন ধরনের জবে যেতে চান, বিসিএস প্রস্তুতি নিবে নাকি অন্যান্য জব এর প্রস্তুতি নিবে, টেকনিক্যাল জব এর প্রস্তুতি নিবেন নাকি নন-টেকনিক্যাল জবের প্রস্তুতি নিবে । এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনার প্রেফারড সেক্টরের আগের বছরের প্রশ্ন ব্যাংক সংগ্রহ করুন । রিসেন্ট বছরের প্রশ্নগুলো ভালো করে দেখুন,কেমন প্রশ্ন প্যাটার্ন,কি ধরনের প্রশ্ন হয় ইত্যাদি ভালোভাবে এনালাইসিস করুন । বিগত সালের প্রশ্নগুলো নিজে সমাধান করার চেষ্টা করুন। এতে করে আপনার স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে প্রাথমিক ধারনা হয়ে যাবে। জব পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্নের সাথে সাথে প্রিপারেশন এর ধরন ও প্রত্যেক ক্ষেত্রে আলাদা, তাই কোন এক্সাম কারা নিবে সেটা জেনে সেভাবে প্রিপারেশন নিতে হবে।

নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্লগের লিংক প্রদান করা হলো । জব প্রস্তুতির গাইডলাইন হিসেবে আপনার প্রয়োজন হতে পারে……
01. IBA pattern Job Preparation for Civil Engineers
.
FB Group : https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page : https://www.facebook.com/DesignIntegrityBd