সরকারি চাকুরীর প্রিপারেশন অনেক লম্বা একটা প্রসেস। এজন্য প্রিপারেশন শুরুর আগে আপনার মাইন্ড সেট-আপ করতে হবে যে লেগে থাকবেন লম্বা সময়, কারণ কমপ্লিট প্রস্তুতি নিতেই অনেক লেগে যায়।

 

.

সঠিক প্ল্যানিং, বেসিক ক্লিয়ার করে পড়া,নিয়মিত পরিশ্রম দিয়ে দীর্ঘ সময় লেগে থাকা আর আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ এই যাত্রায় পার হতে পারবেন
.
 
সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন জব এক্সাম গুলো সাধারণত BPSC, BUET, MIST, IBA, AUST নিয়ে থাকে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন এক্সাম-টেকার এর ক্ষেত্রে প্রশ্নের ধরন, মান-বন্টন ইত্যাদি আলদা হয়ে থাকে। তাই জব এক্সাম কারা নিচ্ছে সেটা জেনেই প্রস্তুতিটা সেভাবেই নিতে হবে। এজন্য আগে জানতে হবে কোন এক্সাম গুলো সাধারনত কারা নিয়ে থাকে এবং কোন এক্সাম টেকারের ক্ষেত্রে প্রশ্নের ধরন কেমন হয় ।

 

.

এই সবকিছু নিয়ে বিস্তারিত পাবেন নিচের ভিডিওটি তে.. এই ভিডিওটি দেখলে আশা করি সিভিল ইঞ্জিনিয়ারিং জব (সহকারী প্রকৌশলী-সিভিল)  কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারনা পেয়ে যাবেন। এর পরেও কোন কিছু জানার থাকলে, বা প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করা হলো। 

.
Government Job Preparation for Assistant Engineer (Civil) – Part 02 [Question Pattern Analysis] : 
 
 
.

.

সহকারী প্রকৌশলী (সিভিল) জব প্রিপারেশন কোর্স
সঠিক গাইডলাইন সহ, টেক্সট বই এবং বিগত সালের প্রশ্নের আলোকে গুছানো সব লেকচার নোট , বেসিক ক্লিয়ার করে শুরু থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া , এক্সামে কি ধরনের Question হতে পারে, পূর্ববর্তী প্রশ্নের এনালাইসিস ও সলিউশন, কোন এক্সাম কারা নিবে, কোন এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি সাজাতে হবে এই সবকিছুর কম্বিনেশনে 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐢𝐭𝐲 এর জব প্রস্তুতি কোর্সটি। 

কোর্সটি সম্পর্কে বিস্তারিত পাবেন নিচের লিকে
https://blog.dil.com.bd/2021/05/assistant-engr-civil/

যোগাযোগঃ 01829713900

 
 
 
 
 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here