রিইনফোর্সমেন্ট এর কাজে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং কাজের পরে আবার ভালো ভাবে চেক করে নিতে হবে সবকিছু।ড্রয়িং খুব ভালো ভাবে ফলো করতে হবে ,এছাড়া ক্লিয়ার কভার,ল্যাপিং ইত্যাদি খেয়াল করতে হবে । নিচে বার বাইন্ডিং এর কিছু বিষয় এবং চেক করা নিয়ে আলোচনা করা হলো।
রিইনফোর্সমেন্ট বার বাইন্ডিং :
১/ড্রয়িং অনুসারে রিইনফোর্সমেন্ট বাইন্ডিং করতে হবে
২/রড বাঁধার আগে স্ট্রেইট করে নিতে হবে
৩/মরিচা আছে কিনা চেক করে নিতে হবে
৪/ড্রয়িং অনুসারে রডের স্পেসিং মেন্টেইন করতে হবে
৫/বাইন্ডিং ওয়্যার এর মাধ্যমে জয়েন্টে শক্ত করে বাধাই করতে হবে
৬/কাজের প্রয়োজন অনুসারে চেয়ার ও সেপারেটর ব্যাবহার করতে হবে
৭/কলাম বিম এর জয়েন্ট রিইনফোর্সমেন্ট সতর্কতার সাথে দিতে হবে
৮/এক্সট্রা টপ সতর্কতার সাথে দিতে হবে
৯/ক্লিয়ার কভার সঠিক ভাবে মেন্টেইন করতে হবে
রিইনফোর্সমেন্ট বার বাইন্ডিং চেক :
১/ড্রয়িং এর নাম্বার/তারিখ চেক করে নিতে হবে এবং বার বেন্ডিং শিডিউল আছে কিনা দেখতে হবে
২/ড্রয়িং এ কোন চেঞ্জ কিংবা রিভিশন আছে কিনা দেখে নিতে হবে
৩/ বর্তমান রডের সাথে নতুন রডের এলাইনমেন্ট ঠিক রাখতে হবে
৪/ বারের সাইজ ও স্পেসিং ড্রয়িং অনুসারে চেক দিতে হবে
৫/ক্লিয়ার কভারের জন্য ব্লক তৈরি করা এবং তার সঠিক ব্যাবহার করা
৬/রড বেশি দেয়া হলে রেকর্ড রাখা
৭/বার এর টেস্ট রেসাল্ট আছে কিনা দেখা
৮ ল্যাপিং লেনথ এর লেনথ ও পজিশন চেক করা
৯/ রড ও সাটারিং পরিষ্কার করে নেয়া
১০/ রডে মরিচা আছে কিনা দেখা
DESIGN INTEGRITY
Facebook Page: https://www.facebook.com/DesignIntegrityBd
Facebook group: https://www.facebook.com/groups/CivilianStudyZone