বাজারে এখন ৩ মিলিমিটার থেকে শুরু করে ৪, ৫, ৮, ১০, ২০ ও ২৫ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন রড পাওয়া যায়। তবে ভবন তৈরিতে সাধারণত তিন ধরনের রডের ব্যবহার দেখা যায়। পাইলিং, স্ল্যাব, বিম বা কলাম তৈরিতে একেক ধরনের রড ব্যবহার করা হয়।যে রড কংক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে, সেই রড ভালো। বাজারে ৪০ গ্রেড, ৬০ গ্রেড ও ৭২ গ্রেড পর্যন্ত রড পাওয়া যায়। ৪০ গ্রেডের রড এখন খুব কম ব্যবহৃত হয়। ভবন তৈরিতে সাধারণত ৬০ গ্রেডের রডই বেশি ব্যবহৃত হচ্ছে।
রড ব্যবহারে সতর্কতা ও রক্ষনাবেক্ষন
রড ক্রয়ের ক্ষেত্রে : 
☑️ লোহার রড এর আকার আকৃতি সমান হতে হবে।
☑️ ফাঁটল বা চিড় থাকবেনা।
☑️ প্লেইন রড অপেক্ষা ডিফরমড্ বারে বন্ড ভালো হয়।
☑️ মরিচা আক্রান্ত রড মরিচা রড দূর না করে ককনও ব্যবহার করতে নেই।
 টেকনিক্যাল ইস্যু :
☑️ রড নির্ধারিত জায়গায় GI-তার এবং কভার ব্লকের সাহায্যে লাগানো উচিত।
☑️ রড লাগাবার সময় পর্যাপ্ত ডেভলপমেন্ট লেন্থ দেওয়া উচিত
(৪০ডি , যেখানে ডি= রডের ব্যাস অথবা ডায়মিটার)
☑️ যেখানে দুটো রডের জোড়া থাকবে সেখানে পরিমিত ল্যাপিং দিতে হবে
রড সংরক্ষনে সুর্কতা : 
☑️ রডকে কখনও সরাসরি মাটিতে না রাখাই উত্তম ।
রডের নিচে অবশ্যই কাঠ, বাঁশ বা অন্য কোন কিছু দিয়ে বেড তৈরি করে নিন ।
☑️ বৃষ্টিতে ভিজে, এমন স্থানে রড রাখবেন না ।কারণ, বৃষ্টির সময় কাদামাটি ছিটে গিয়ে রডের গায়ে লাগে, যা রডে মরিচা ধরায় ।
☑️ এছাড়া অতিরিক্ত ভিজলেও রডের গায়ে মরিচা ধরে ।
☑️  ঢালাই কাজে ব্যবহারের জন্য রডকে অনেকদিন বেঁধে রাখবেন না ।এতে রড বাঁধাইয়ের তারগুলি দুর্বল হয়ে পড়ে । যার ফলে বিভিন্ন জায়গায় বাঁধন খুলে গিয়ে কাজের ব্যাঘাত ঘটায় ।
  উম্মুক্ত কলামের রড :
ছাদ ঢালাইয়ের পর উপরে আবার ছাদ দেয়ার জন্য কলামে রড রেখে দেয়ার দরকার হয় যদি পরবর্তী ছাদ নির্মাণে দীর্ঘদিন বিরতির দরকার হয়, তখন ছাদে কলামের যে উম্মুক্ত রড থাকে তা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য নিম্নোক্ত ব্যাবস্থা গুলো নেয়া যেতে পারে
১। রেড অক্সাইডের প্রলেপ দেয়া যেতে পারে
২। লোহার সাথে নিকেল ও ক্রোমিয়াম ধাতুর সংকর মরিচা প্রতিরোধ করে
৩। গ্রিজ ব্যবহার করা যেতে পারে।
৪।যদি দীর্ঘ বিরতি দরকার হয় কলামের ঐ বাড়তি অংশ দুর্বল কংক্রিট দিয়ে ঢালাই করে রেখে দেয়া ।এতে একদিকে যেমন রড মরিচা ধরার হাত থেকে রক্ষা পায় । আবার পরবর্তীতে ছাদের কাজ ধরার সময় ঐ দুর্বল কংক্রিট ভেঙ্গে ফেলতে সুবিধাও হয় এবং কংক্রিট দুর্বল থাকার কারণে ভাঙ্গার সময় ছাদের নিচে থাকা প্রয়োজনীয় কলামের কোন রকম ক্ষতি হয় না ।
তাই ঢালাই করে রাখাই উত্তম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here