মোঃ মারুফ আহমেদ,নর্থ বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি , বগুড়া থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ২০১৪ সালে , সর্বশেষ তিনি কর্মরত ছিলেন Green Land Group এর অধীনস্থ Green Land Builders Ltd এ ।

Green Land Builders Ltd তে যোগদানের ২ দিনের মাথায় তিনি অসুস্থ হয়ে যান এবং তার ব্লাড ক্যান্সার সনাক্ত হয়। তার পিতা মোঃ সেলিম রেজা একজন কৃষক ,কৃষি কাজ করেই জীবন অতিবাহিত করেন। তার সীমিত আয় দিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়।

ডাক্তারের ভাষ্য মতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে এবং এই বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে খরচ হবে প্রায় ২০-২৫  লাখ টাকা। এতো টাকা জোগাড় করা পরিবারটির পক্ষে অসম্ভব। এই টাকা যোগাতে  আমাদের ইঞ্জিনিয়ার সমাজ এগিয়ে আসলে অনেক উপকার হয়, এছাড়াও বিত্তবান, হৃদয়বান দেশবাসী ও প্রবাসীদের সাহায্য কামনা করছেন তারা। এছাড়া আর কোন পথ নেই।

সবাই সাধ্যমতো আর্থিক সহযোগিতা দিয়ে ভাইটির জীবন বাঁচাতে এগিয়ে আসুন।

 

তার পরিবারের একটি বিকাশ/রকেট একাউন্ট ও ব্যাংক একাউন্ট নিচে দেয়া হলো।

রকেট/বিকাশঃ

ব্যাংকঃ

সরাসরি যোগাযোগঃ

সরাসরি দেখে আসতে বা সাহায্য করতে …

সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল , ঢাকা ক্যান্টনমেন্ট
ফ্লোর নং – 4 , রুম নং – 412
বেড নং – M 1

তথ্য সংগ্রহ :  মারুফ ভাই থেকে

তার ফেসবুক আইডি :
Maruf Ahmed

ফোন নম্বর :
01740112684
01961297930

মারুফ ভাইয়ের শেয়ার করা প্রেসক্রিপশনঃ
মারুফ ভাইয়ের প্রেসক্রিপশন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here