প্রি -কাস্ট পাইল এর সু
প্রি-কাস্ট পাইল :
এই পাইল গুলোর আরসিসির কাজ মূলত আগেই করা হয়। পাইল গুলো সাধারণত বর্গাকার সাইজের হয়ে থাকে। লম্বায় খুব একটা বেশি হয় না তবে ৩০ ফিটের চাইতে কম না।
লে-আউটের কাজ সম্পন্ন হলে পাইলের সেন্টার নির্দিষ্ট করে ভারি যন্ত্রের সাহায্যে মাটিতে ড্রাইভ
করা হয়। তবে এ ধরণের পাইল ডিজাইনের আগে আশেপাশে কি ধরণের স্থাপনা আছে সেটা মাথায় রাখতে হয় কারণ, এ পাইল গুলো ড্রাইভের সময় মাটির লেয়ার কাপতে থাকে ফলে বড় ধরণের ঝাকুনির সৃষ্টি হয়।
পাইল সু :
প্রি-কাস্ট পাইলের ক্ষেত্রে, পাইলের নিন্মপ্রান্তে পাইল সু্ থাকে। সাধারনত নিম্নপ্রান্তের রড গুলোকে বাকা করে এক বিন্দুতে মিলিত করা হয়, তার সাথে লোহার নাল লাগানো হয় যাকে পাইল সু বলে। সবশেষে সাটার করে কাস্টিং করা হয় ফলে পাইলের নিচের দিক অপেক্ষাকৃত সুচালো হয়। এতে সুবিধা হলো হ্যামারিং করে সহজে মাটিতে পুতা যায়। প্রিকাস্ট পাইলের নিচের দিকে এই সুচালো অংশের লোহার নাল টি কে পাইও সু বলে।

DESIGN INTEGRITY
Facebook Page: https://www.facebook.com/DesignIntegrityBd
Facebook group: https://www.facebook.com/groups/CivilianStudyZone