বিল্ডিং লে-আউট করার পর আসে পাইল লে-আউট করা। কিভাবে দেওয়া হয় পাইলের লে-আউট
☑️ ড্রয়িং অনুযায়ী পাইল পয়েন্ট সেট করতে হবে
☑️ পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ রড দিয়ে মার্ক করতে হবে
☑️ মার্ক করার জন্য ৮/১০ মিমি রড ১ ফুট পুতে দিতে হবে
☑️ রডের ১/১.৫” বের করে রেখে গোড়ায় সামান্য ঢালাই দিতে হবে যেন মার্কিং পয়েন্ট সরে না যায়
☑️ বের করা রড এর মাথা ছোট রাখলে ভাল হয়, তা না হলে চলাচলে অসুবিধা হবে এবং রডের মাথায় সিমেন্টের খালি ব্যাগ দিয়ে রাখতে হবে সতর্কতার জন্যে।
☑️ পাইল পয়েন্ট গুলির রেফারেন্স রাখতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here