কাস্ট ইন সিটু পাইল এর ঢালাই এর পরে মাটি খুরে পুনরায় এর মাথার কিছু অংশ ভাঙা হয়। অনেকেই প্রশ্ন করেন এই কাজটা কেনো করা হয়? যদি ভাঙতেই হবে তাহলে সেটা ঢালাই কেনো করা হল।
দুটি কারনে পাইল এর মাথা ভাঙা হয়
১) এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে পাইল কিভাবে ঢালাই করা হয়। পাইল এর যখন গর্ত খোড়া হয় তখন আপনারা খেয়াল করবেন পানির ব্যাবহার করা হয়। বোরিং পাইপে পানির ব্যাবহারর এর কারনে নিচের মাটি আলগা হয়ে উপরে চলে আসে ফলে গর্তের সৃস্টি হয়। এই গর্তেই গোল রডের খাচা ঢুকিয়ে ঢালাই করা হয়।
এখানেই ঘটে মজার একটা ঘটনা। গর্তের নিচে কাদা জমে থাকে পানি ব্যাবহারের জন্য। আর সেখানে কংক্রিট ঢালা হয় তখন কাদার চেয়ে ওজনে ভাড়ি হওয়ার কারনে কংক্রিট এর মশলা নিচে চলে যায় আর কাদা উপরে উঠে আসে। এভাবে আসতে আসতে সমস্ত কাদা। একেবারে মাথায় চলে আসে এবং সলিড কংক্রিট এর ঢালাই নিচে জমে শক্ত হয়ে যায়।
তো এই মাথায় উঠে আসা কিছুটা কাদা কিছুটা কংক্রিট এর মিশ্রণ খুব একটা শক্তিশালি হয় না। তাই এই উপরের অংশটা ভেঙে ফেলা হয়।
২) পাইল ক্যাপ এর রড বাধাই করার জন্য পাইল এর মাথার রডের প্রয়োজন হয়। একটি কলাম সাধারনত তিনটি থেকে দশ টির ও অধিক পাইলের সমন্বয়ে দারিয়ে থাকে। আর এই পাইলগুলোকে একটা কলামের সাথে বেধে রাখে পাইল ক্যাপ। এই ক্যাপ বাধার জন্য পাইলের মাথা ভাঙা খুবই জরুরি।
FB Group:https://www.facebook.com/groups/CivilianStudyZone
FB Page: https://www.facebook.com/DesignIntegrityBD