পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)
১৯৭৪ সালে সালে জাতীর জনক বঙ্গবন্ধু এর প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে পল্লী উন্নয়ন একাডেমী তথা আরডিএ। মূলত যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের পুনর্গঠন এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে পল্লী উন্নয়ন একাডেমী তথা আরডিএ।
পরবর্তীতে ১৯৯০ সালে পল্লী উন্নয়ন একাডেমী একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। একাডেমীর মূল দায়িত্ব প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও পরামর্শ সেবা প্রদান করা। একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকে উল্লিখিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। বর্তমানে আরডিএ সুনির্দিষ্ট ভিশন ও মিশনকে সামনে রেখে কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের নতুন চ্যালেঞ্জ কে সামনে নিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন একাডেমী তথা আরডিএ।
নিয়োগ বিজ্ঞপ্তি :
সহকারী পরিচালক – ০৮ জন (গ্রেড – ০৯ )
ফটোগ্রাফার- ০১ জন (গ্রেড – ১৪ )
প্লাবার- ০১ জন ( গ্রেড – ১৪ )
গাড়ি চালক – ০১ জন (গ্রেড – ১৬ )
ডাউনলোড করুন নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইল
আবেদন যোগ্যতা :
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে প্রথম শ্রেনি/সমমানের সিজিপিএ সহ স্নাতোকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেনি/ সমমানের সিজিপেতে স্নাতক বা সমমানের ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণি / সমমানের সিজিপিএ তে স্নাতোকোত্তর বা সমমানের ডিগ্রী। কৃষি/উদ্যান/সিভিল ইঞ্জিনিয়ারিং/ফার্ম মেশিনারিজ/প্রানী সম্পদ/ পশুপালন/ মৎস্য বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যান/ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি ধারী দের অগ্রাধিকার প্রদান করা হবে।
কিভাবে আবেদন করবেন ? :
প্রার্থীকে নির্দিষ্ট আবেদেওন ফর্মে (নিচে আবেদন ফর্মের ডাউনলোড লিংক ও ছবি দেওয়া আছে) , মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া বরাবর আবেদন করতে হবে । আবেদন ফর্মে যাথাযথ তথ্য দিয়ে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম পল্লী উন্নয়ন একাডেমীর ঠিকানায় পৌঁছাতে হবে।
ঠিকানাঃ মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, উপজেলাঃ শেরপুর, জেলাঃ বগুড়া।
আবেদন পৌঁছানোর শেষ তারিখঃ ৩১-০১-২০২১
১/ প্রার্থীকে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী এর অনূকুলে ১ নং পদের জন্য ২০ টাকা এবং ২-৪ নং পদের জন্য ১০০ টাকা পোস্টাল অর্ডার [ অফেরতযোগ্য] সংযুক্ত করতে হবে ।
২/ অবশ্যই খামের উপর নাম এবং আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে ।
৩/ আবেদন পত্রের সাথে ৩ কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে , কোন সনদপত্র চাওয়া হয়নি ।
৪/ এছাড়া আরো বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি তে পাবেন [ডাউনলোড করুন নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইল]
আবেদন পত্র :
[ ডাউনলোড করুন চাকুরির আবেদন পত্রের PDF ফাইল ]
[ ডাউনলোড করুন চাকুরির আবেদন পত্রের word ফাইল ]
follow DESIGN INTEGRITY
Facebook Page: https://www.facebook.com/DesignIntegrityBd
Facebook group: https://www.facebook.com/groups/CivilianStudyZone
Assalamualaikum,
পল্লী উন্নয়ন একাডেমীতে সহকারী পরিচালক পদের জন্য কীরকম প্রশ্ন হতে পারে? পুর্বের কোন প্রশ্নপত্র আপনাদের কাছে আছে? কোন প্যাটার্নের প্রশ্ন হতে পারে? দয়া করে জানাবেন।