Wash:
আসলে ওয়াশের ক্ষেত্রে কোন ধরাবাঁধা নিয়ম নেই, যদিও আমরা অনেক জায়গাতেই দেখে এসেছি ওয়াশের জন্য কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিতে হবে। প্রকৃতপক্ষে ওয়াশের মূল উদ্দেশ্য হলো পাইলের জন্য খননকৃত গর্ত থেকে কাদা মিশ্রিত পানি বের করে দিয়ে অপেক্ষাকৃত কিছুটা স্বচ্ছ পানিতে কংক্রিটিং করা যাতে কংক্রিটের গুনগত মান নষ্ট না হয়।
এখন কথা হলো যদি আপনি যদি খুব সামান্য পরিমান পানিকে Recycling করে ১ ঘন্টাও করে ওয়াশ করেন সে ক্ষেত্রে কি গর্ত থেকে পরিষ্কার পানি বের হবে? মোটেও না, কারণ আপনি যতই কাদা মিশ্রিত পানি দিয়ে ওয়াশ করেন না কেন তা থেকে ময়লা পানিই বের হবে। এখানে দেখার বিষয় হচ্ছে পানির ডেনসিটি কেমন?? তাতে কাদা মাটির পরিমান কতটুকু?
☑️ প্রপার ওয়াশ হয়েছে কিনা বুঝার জন্য ওয়াশের পানিতে হাত দিন, এবার দুই আঙ্গুল দিয়ে ঘষে কাদার পরিমান বুঝার চেষ্টা করুন, মনে রাখবেন পানির কালার ঘোলাটে হবেই কিন্তু তাতে কাদার উপস্থিতি যেন খুবে বেশি না থাকে।
☑️ প্রথমে চেষ্টা করবেন পানিকে Recycling না করে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ দিতে, যেমন সরাসরি পুকুর থেকে পানি নিয়ে তা দিয়ে ওয়াশ করে ট্যাংকে না নিয়ে বাহিরে বের করে দেই। তাতে করে দেখা যায় খুব অল্প সময়েই [১০/১৫ মিনিট] গর্তের পানি কংক্রিট Pouring বা কাস্টিং করার মত উপযোগী হয়ে উঠেছে।
☑️ দ্বিতীয়তঃ যদি স্বচ্ছ পানির সোর্স পাওয়া না যায় এবং House বা Mud Tank এর ক্যাপাসিটি কম থাকে, তবে বোরিং শেষে প্রথমেই হাউজ কে সম্পূর্নরুপে কাদা মুক্ত করে নেই। তারপর পরিষ্কার পানি দিয়ে হাউজ ভর্তি করে পানিকে Recycling করে ১৫/২০ মিনিট ওয়াশ করি, এবার সেই কাদা মিশ্রিত পানিকেও আউট করে পুনরায় পরিষ্কার পানি দিয়ে ট্যাংক ভর্তি করে নেই। এভাবে আবারো ১০/১৫ মিনিট পানিকে Recycling করে ওয়াশ করলে দেখা যায় কাস্টিং করার মত উপযোগী হয়ে গিয়েছে।
☑️ Tank এর সাইজ পর্যাপ্ত হলে পরিষ্কার পানি দিয়ে একবার ওয়াশ করলেই হয়ে যাওয়ার কথা। ফ্রেশ পানি কিংবা অধিক সময় ধরে ওয়াশের ক্ষেত্রে Side Loosing এর বিষয়টা মাথায় রাখতে হবে।
Reinforcement Checking:
☑️ প্রথমেই চেক করে নিন ড্রইং অনুযায়ী পাইলের লেন্থ ও ডায়া, মেইন বারের ডায়া ও সংখ্যা এবং Spiral এর ডায়া ও স্পেসিং, ল্যাপিং লেন্থ ঠিক আছে কিনা
☑️ Shape Ring:
সবার প্রথমে Shape Ring এর out to out ডায়া কনফার্ম করে নিবেন, কোর ডায়া ঠিক রাখার জন্য প্রয়োজনে প্রতি ১.৫ মিটার বা ৫ ফুট পর পর 10/12mm রডের পার্মানেন্ট Shape Ring দিয়ে দিন।
মনে করুন কোন একটি পাইলের ডায়া 600mm/ 2 Feet, কভারিং 75mm/ 3”, Main Bar 16mm & Spiral Bar 10mm তবে Shape Ring এর Out-out dia হবে = [600-2×75-2×10-2×16]= 398mm ~ 395mm বা 15.5 Inch.
☑️ Core Dia:
পাইল চেকিং এর সময় অবশ্যই অবশ্যই কোর ডায়া চেক করে নিবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় Spiral গুলোকে টেনে বাঁধার কারণে দুই Shape Ring এর মাঝের Spiral ডায়া কিছুটা কমে পাওয়া যায়। ধরুন Pile Dia 600mm এবং Covering 75mm হলে Spiral এর out to out ডায়া হবার কথা 450mm, কিন্তু পাওয়া গেল 420mm!
☑️ Rebar to Rebar Distance:
পাইলের মেইন রডগুলো Straight আছে কিনা দেখে নিন? প্রতিটার সাথে আগাগোড়া সমান গ্যাপ বিদ্যমান কিনা দেখে নিন? অনেক সয়য় দেখা যায় মিস্ত্রিরা কোন দুটি রড খুব কাছাকাছি বেধে ফেলেছে অথচ অন্য দুইটার মাঝে বিশাল গ্যাপ! তাছাড়া পাইলের খাঁচায় কোন ধরনের মোচড় Allow করবেন না।
☑️ Welding:
প্রত্যেকটা Spiral এর Welding ভালভাবে চেক করে নিবেন, কন্ট্রাক্টর’রা সাধারনত এক গ্যাপ ওয়েল্ডিং করে পরবর্তী গ্যাপে #24 SWG তার দিয়ে বেধে দেন।
এ ক্ষেত্রে আপনাকে বলবো প্রতি খাঁচার শুরুর এবং শেষের দিকের কমপক্ষে ২ ফুট পর্যন্ত সবগুলো Spiral ওয়েল্ডিং করে নিবেন [Not Alternate]।
☑️ Clear Cover:
পাইলের ক্লিয়ার কভার নিশ্চিতের জন্য প্রতি ১.৫ মিটার বা ৫ ফুট পর পর কংক্রিটের ব্লক দিন, প্রতি ব্লকের স্থলে পাইলের পরিধিতে সমান ডিস্টেন্সে ৩ টি করে ব্লক দিবেন, খেয়াল রাখুন রডের খাঁচা ঢুকানোর সময় ব্লকগুলো যেন ভেঙে না যায়।
অনেকেই ব্লকের পরিবর্তে রডের Spacer বার দিতে সাজেস্ট করেন , সেটা দিলে ওয়েল্ডিং এর পর স্পেসার গুলোকে দুই কোট রেড অক্সাইড মেরে তার উপর অবশ্যই ইলেকট্রিক টেপ পেচিয়ে দিবেন।
☑️ Rebar Cage Joint:
কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে সবচেয়ে দুর্বল স্থান হচ্ছে দুই খাঁচার সংযোগ স্থল। সুতরাং পাইলে দুই বা ততোধিক খাঁচা বা রডের কেসিং ব্যবহার করলে রডের ল্যাপিং এবং জয়েন্টের ওয়েল্ডিং ভালভাবে চেক করে নিবেন, যাতে করে প্রতিটা রডের সাথে প্রতিটার ওয়েল্ডিং হয়।
এ ক্ষেত্রে প্রতি ল্যাপিং এর জন্য ২” দৈর্ঘ্যের ২/৩ টি স্পট ওয়েল্ডিং করতে পারেন। অবশ্যই জয়েন্টে ব্লক ব্যবহার করবেন এবং Spiral যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।
☑️ Pile Hook:
Cut Off লেভেল বা Pile Top মেইনটেইন এর ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য বের করা সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। অনেকেই এই জায়গাতে এদিক সেদিক করে বসেন। ধরুন কোন একটি পাইলের;
Cut off level হচ্ছে (-) ২.৪ মিটার বা ৮ ফিট,
Pile Top হচ্ছে (-) ১.৮ মিটার বা ৬ ফিট,
অর্থ্যাৎ Cut off level এর ২ ফুট বা ০.৬ মিটার উপর পর্যন্ত ফলস্ কাস্টিং করতে হবে।
ফিল্ডে আপনি কেসিং টপ পেলেন (-) ০.৩মিটার বা ১ ফিট নিচে,
তাহলে হুক লেন্থ হবে [১.৮-০.৩] = ১.৫ মিটার বা ৫ ফুট,
তবে হুকের জন্য রড কাটতে হবে ২.০৫ মি./ ৬ ফুট ১০ ইঞ্চি [হুকের U বেন্ডের জন্য ০.১০০+ হুক লেস্থ ১.৫+ ল্যাপের জন্য ০.৪৫]
এবার হুকের মাথা বেন্ডিং করার পরে রডের টপ থেকে ১.৫ মিটার বা ৫ ফুট দূরুত্বে একটা দাগ দিন এবং এই দাগের সাথে পাইলের রড [০.৪৫মিটার] ওয়েল্ডিং করে নিন।
অর্থ্যাৎ পাইলের রড থেকে ১.৫ মিটার বা ৫ ফুটের যে রডটি বের হয়ে রয়েছে তাই হুক ডিস্টেন্স, সব শেষে হুকটিকে Casing এর সাথে Welding করে দিন যাতে ঢালাই এর সময় কংক্রিটের Upward Pressure এর কারনে রডের খাঁচাটি উপরের দিকে ভেসে উঠতে না পারে। নিরাপত্তার স্বার্থে প্রতি পাইলের জন্য দুটি করে ১৬ মিলি হুক রড ব্যবহার করবেন।
☑️☑️☑️ বিশেষ সর্তকতা: যদি কোন কারণে Rebar Cage ফুল লেন্থ পর্যন্ত প্রবেশ না করে তবে কখনোই খাঁচাকে ঝাকিয়ে ঢুকাতে দিবেন না, এতে করে Spiral গুলোর প্লেসমেন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে খাঁচাকে তুলে নির্দিষ্ট লেন্থ পর্যন্ত বোরিং নিশ্চিত এর পর পুনরায় ওয়াশের পর খাঁচা প্রবেশ করাবেন।
Design Integrity
Facebook Page: https://www.facebook.com/DesignIntegrityBd
Facebook group: https://www.facebook.com/groups/CivilianStudyZone
Facebook group: https://www.facebook.com/groups/CivilianStudyZone