কনস্ট্রাকশন সাইটে ইট/বালু/সিমেন্ট কিভাবে রিসিভ করবেন???
সাইটে ম্যাটেরিয়ালস আসলে প্রথমেই তার গুনগতমান পরীক্ষা করতে হবে। অর্থাৎ ফিল্ড টেস্ট করে দেখতে হবে ম্যাটেরিয়ালস এর প্রাথমিক কোয়ালিটি ঠিক আছে কনা।
আমাদের আগের পোস্ট গুলো তে ইট,বালু,সিমেন্ট ও রড এর গুনগত মান পরীক্ষার বিভিন্ন পদ্ধতি ও টেস্ট গুলো নিয়ে আলোচনা করা আছে, সেভাবে ম্যাটেরিয়ালস আগে চেক করে নিতে হবে। ম্যাটেরিয়ালস চেক করার পর তা রিসিভ করতে হবে।
ম্যাটেরিয়ালস রিসিভ করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই করতে হবে….
১/ ম্যাটেরিয়ালস রিসিভ করার ক্ষেত্রে দেখতে হবে চালানের সাথে ম্যাটেরিয়ালস ঠিক আছে কিনা মিলিয়ে দেখতে হবে।
২/ প্রতিদিন কি পরিমান ম্যাটেরিয়ালস আসে তার রেকর্ড রাখতে হবে
৩/ প্রতিদিন কি পরিমান ম্যাটেরিয়ালস ব্যাবহার হয় তার রেকর্ড রাখতে হবে
৪/ চালান থেকে ম্যাটেরিয়ালস আসলে তার রেকর্ড রাখতে হবে এবং হেড-অফিসে জানাতে হবে
বালি কিভাবে রিসিভ করবেন ?
☑️ প্রথমে ম্যাটেরিয়ালস কোয়ালিটি দেখে চেক করতে হবে
☑️ বালির ট্রাক আসার পর ট্রাকের উপরে দেখতে হবে ম্যাটেরিয়ালস লেভেল আছে কিনা, যদি লেভেল না থাকে তাহলে লেভেল করে নিতে বলতে হবে
☑️ ট্রাকের দৈর্ঘ্য,প্রস্থ মাপতে হবে
☑️বালির উচ্চতা মাপতে হবে, রড দিয়ে মেপে নিয়ে রডের উচ্চতা স্কেল দিয়ে মেপে নিতে হবে
☑️ বালির ভলিউম ক্যালকুলেট করে রেকর্ড করে রাখতে হবে
সাইটে সিমেন্ট রিসিভ : 
☑️ সিমেন্ট এর মেয়াদ সহ অন্যান্য বিষয় চেক করে নিতে হবে
☑️ কত ব্যাগ সিমেন্ট আসার কথা জেনে নিতে হবে
☑️ ১২ টা করে ইস্ট্রাক দিয়ে -২ ইস্ট্রাক দিয়ে তার উপর আরেকটা ব্যাগ রেখে ২৫ ব্যাগ করে রিসিভ করতে হবে, তাহলে সহজেই মোট সিমেন্ট ব্যাগের নাম্বার হিসেব রাখা যাবে।
সাইটে রড রিসিভ : 
☑️ রড বান্ডিল হিসেবে আসলে কত বান্ডিল হিসেব রাখতে হবে
☑️ মোট ওয়েটের জন্য rft বের করে ওয়েট বের করতে হবে
সাইটে ইট রিসিভ :
☑️ গুনগত মান পরীক্ষা করে নিতে হবে
☑️ সাইটে ইস্ট্রাক দিয়ে ইট গুনে নিতে হবে
☑️ অথবা গাড়ি তে উঠে কয়টা সারিতে ইট আছে এবং প্রতি সারিতে কয়টা ইট আছে তার থেকে মোট ইটের সংখ্যা বের করতে হবে
Ex: দৈর্ঘ্য বরারবর ৬০ পিস,প্রস্থ বরাবর ১০ পিস আর উচ্চতা বরারবর ৫ পিস ব্রিক থাকলে, মোট ব্রিক= ৬০*১০*৫=৩০০০ ব্রিক আছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here